মাদক, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে পরিচালিত এক অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরাধীরা রয়েছেন।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এতে বলা হয়, রোববার দিনভর সাঁড়াশি অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাফর (২২), আল আমিন (১৯), আবদুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬), সুবেল (২৩), সামির (১৮), হাবিব (২৪), লিমন (১৮), শফিকুল (২১), সাব্বির (১৮), রবিউল (২৪), ছানোয়ার (৪০), আশিকুর (২২), ইমরান (৩৩), সোহাগ (২০), আকরাম (২২), সুমন (২৫), মুজাহিদ (১৮) ও ওয়ালিল্লাহ (২৩)। তাঁদের মধ্যে ১৪ জন বিভিন্ন মামলার আসামি, মাদক কারবারি ১ জন, পরোয়ানাভুক্ত আসামি ৩ জন, দস্যুতার চেষ্টায় জড়িত অভিযোগে ৩ জন, চুরির অভিযোগে ১ জন, দ্রুত বিচার আইনে ‍১ জন এবং নারী ও শিশু–সংক্রান্ত অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রোববার মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ২৮০টি ইয়াবা, ৫০ হাজার ৩৮০ টাকা, ৩টি মুঠোফোন, দ্রুত বিচার আইনে মামলায় ১টি ইজিবাইক, দস্যুতার মামলায় ১টি চাকু, ২টি স্টিলের ব্লেড ও ১টি মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে মোহাম্মদপুর থানা–পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ম হ ম মদপ র অপর ধ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ