ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে যে দল
Published: 3rd, June 2025 GMT
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা নামতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের ২০২৫ আসরের। চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ফাইনালটি অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৮টায়।
মূলত ফাইনালের ভেন্যু নির্ধারিত ছিল কলকাতার ইডেন গার্ডেন্স। তবে বর্ষার আশঙ্কায় শেষ মুহূর্তে ম্যাচটি সরিয়ে আনা হয় আহমেদাবাদে। কিন্তু সেখানে এসেও মিলছে না স্বস্তি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন ৩ জুন দুপুরে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশের বেশি। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতির কিছুটা উন্নতির ইঙ্গিত রয়েছে।
আইপিএল কর্তৃপক্ষ অবশ্য ম্যাচ মাঠে গড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। প্রয়োজনে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ১২০ মিনিট অপেক্ষা করা হবে। এরপরও খেলা সম্ভব না হলে রাখা আছে ৪ জুনের রিজার্ভ ডে। আশার কথা, রিজার্ভ ডে’র আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকবে বলে ধারণা করছে আবহাওয়াবিদেরা।
তবে প্রকৃতি অনিশ্চিত। যদি ফাইনাল দিনে কিংবা রিজার্ভ ডে’তেও ম্যাচ মাঠে গড়াতে না পারে, সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে পয়েন্ট তালিকার ভিত্তিতে। লিগ পর্বে এগিয়ে থাকায় সেই ক্ষেত্রে শিরোপা উঠবে পাঞ্জাব কিংসের হাতে।
আইপিএলের ইতিহাসে আজকের দুই ফাইনালিস্টের কারোরই এখনো শিরোপা জয়ের স্বাদ মেলেনি। পাঞ্জাব ২০১৪ সালে একবার ফাইনালে উঠেছিল, তবে সেবার হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আর বেঙ্গালুরু তিনবার ফাইনালে খেলেও প্রতিবারই হতাশ হতে হয়েছে।
চলতি মৌসুমে অবশ্য দারুণ ফর্মে রয়েছে দুই দলই। লিগ পর্বে ১৪ ম্যাচে ৯টি করে জয় পায় তারা। শীর্ষ দুই দল হিসেবেই কোয়ালিফায়ারে ওঠে পাঞ্জাব ও বেঙ্গালুরু। কোয়ালিফায়ার-১ ম্যাচে বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হারলেও, কোয়ালিফায়ার-২ এ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাঞ্জাব কিংস।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল