বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা ওয়াসিমই মাসসেরা, গড়লেন ইতিহাসও
Published: 7th, June 2025 GMT
বাংলাদেশকে চমকে দিয়ে গত মাসে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতিদের গৌরবের সেই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদ ওয়াসিম। তিন ম্যাচে দুই ফিফটিতে ১৪৫ রান করা আমিরাত অধিনায়কই হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর ৪২ বলে ৮২ রানের ইনিংসে ভর করেই ২০৬ রানের লক্ষ্য ছুঁয়ে সমতা এনেছিলেন আমিরাত। দুর্দান্ত সেই পারফরম্যান্স দিয়েই আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ বা মাসসেরা হয়েছেন ওয়াসিম।
এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হলেন ওয়াসিম। তাতে বড় এক কীর্তিও গড়েছেন, সহযোগী সদস্য দলগুলোর প্রথম খেলোয়াড় হিসেবে একাধিকবার মাসসেরা হলেন ৩১ বছর বয়সী ওপেনার। পাকিস্তানি বংশোদ্ভূত ওয়াসিম প্রথমবার মাসসেরা হয়েছিলেন ২০২৪ সালের এপ্রিলে।
২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার দেওয়া হয় আইসিসি মাসসেরা পুরস্কার। সে বছরের সেপ্টেম্বরে সহযোগী দেশের প্রথম খেলোয়াড় হিসেবে মাসসেরা হয়েছিলেন নেপালের সন্দীপ লামিচানে। এরপর দুবার মাসসেরা হলেন ওয়াসিম।
২০২৪ সালের এপ্রিলে প্রথমবার মাসসেরা হয়েছিলেন মুহাম্মদ ওয়াসিম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ঢাকা ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা