একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার
Published: 8th, June 2025 GMT
চাঁদপুরের মতলবে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মতলব উত্তরের ফতেপুর গ্রামের মৃত রানা চৌধুরী ছেলে তপন চৌধুরী ও অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
সিদ্দিকুরের বাড়ি মতলব উত্তরের ছোট হলদিয়ার উদমদী গ্রামে। সেখানে তার একটি টিনশেড ঘর রয়েছে। তার দুই ছেলে ও দুই মেয়ে ছিল। এর মধ্যে, ছোট ছেলে পানিতে ডুবে ও বড় ছেলে বিদ্যুৎস্পর্শে কয়েক বছর আগে মারা গেছে।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ঈদের রাতে ঝিনাইদহের সড়কে ঝরল কিশোরের প্রাণ
সিদ্দিকের স্ত্রী জেসমিন বলেন, ‘‘দুই ছেলে আগেই মারা গেছে। বড় মেয়েটাও প্রতিবন্ধী, ছোট মেয়েরও শারীরিক জড়তা রয়েছে। আমার স্বামী অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’’
সিদ্দিকের নিকটাত্মীয় আনিসুর রহমান বলেন, ‘‘জৈনপুর পরিবহনের একটি বাস বাবুরহাট থেকে বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় খালুর (সিদ্দিক) অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তপন চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন খালুসহ অটোরিকশার দুই যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালুকে মৃত ঘোষণা করেন। আর আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন।’’
চাঁদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘‘অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকের মৃত্যু হয়েছে। এছাড়া রুমা ও মোস্তফা নামের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছি।’’
চাঁদপুর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে।’’
ঢাকা/অমরেশ/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।