চাঁদপুরের মতলবে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মতলব উত্তরের ফতেপুর গ্রামের মৃত রানা চৌধুরী ছেলে তপন চৌধুরী ও অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

সিদ্দিকুরের বাড়ি মতলব উত্তরের ছোট হলদিয়ার উদমদী গ্রামে। সেখানে তার একটি টিনশেড ঘর রয়েছে। তার দুই ছেলে ও দুই মেয়ে ছিল। এর মধ্যে, ছোট ছেলে পানিতে ডুবে ও বড় ছেলে বিদ্যুৎস্পর্শে কয়েক বছর আগে মারা গেছে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ঈদের রাতে ঝিনাইদহের সড়কে ঝরল কিশোরের প্রাণ

সিদ্দিকের স্ত্রী জেসমিন বলেন, ‘‘দুই ছেলে আগেই মারা গেছে। বড় মেয়েটাও প্রতিবন্ধী, ছোট মেয়েরও শারীরিক জড়তা রয়েছে। আমার স্বামী অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’’

সিদ্দিকের নিকটাত্মীয় আনিসুর রহমান বলেন, ‘‘জৈনপুর পরিবহনের একটি বাস বাবুরহাট থেকে বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় খালুর (সিদ্দিক) অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তপন চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন খালুসহ অটোরিকশার দুই যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালুকে মৃত ঘোষণা করেন। আর আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন।’’

চাঁদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘‘অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকের মৃত্যু হয়েছে। এছাড়া রুমা ও মোস্তফা নামের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছি।’’

চাঁদপুর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে।’’

ঢাকা/অমরেশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের মতলবে ১৪৫ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মতলব সরকারি কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহামদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

তিনি বলেন, ‘‘১৪৫ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার