চাঁদপুরের মতলবে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মতলব উত্তরের ফতেপুর গ্রামের মৃত রানা চৌধুরী ছেলে তপন চৌধুরী ও অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

সিদ্দিকুরের বাড়ি মতলব উত্তরের ছোট হলদিয়ার উদমদী গ্রামে। সেখানে তার একটি টিনশেড ঘর রয়েছে। তার দুই ছেলে ও দুই মেয়ে ছিল। এর মধ্যে, ছোট ছেলে পানিতে ডুবে ও বড় ছেলে বিদ্যুৎস্পর্শে কয়েক বছর আগে মারা গেছে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ঈদের রাতে ঝিনাইদহের সড়কে ঝরল কিশোরের প্রাণ

সিদ্দিকের স্ত্রী জেসমিন বলেন, ‘‘দুই ছেলে আগেই মারা গেছে। বড় মেয়েটাও প্রতিবন্ধী, ছোট মেয়েরও শারীরিক জড়তা রয়েছে। আমার স্বামী অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’’

সিদ্দিকের নিকটাত্মীয় আনিসুর রহমান বলেন, ‘‘জৈনপুর পরিবহনের একটি বাস বাবুরহাট থেকে বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় খালুর (সিদ্দিক) অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তপন চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন খালুসহ অটোরিকশার দুই যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালুকে মৃত ঘোষণা করেন। আর আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন।’’

চাঁদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘‘অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকের মৃত্যু হয়েছে। এছাড়া রুমা ও মোস্তফা নামের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছি।’’

চাঁদপুর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে।’’

ঢাকা/অমরেশ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বিরোধ, চাচার মারধরে ভাতিজার মৃত্যুর অভিযোগ
  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
  • বিএনপি কর্মীর করা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার