যোগ দিয়েছেন মুশতাক, ১৩ জুন বাংলাদেশের শ্রীলঙ্কা যাত্রা
Published: 10th, June 2025 GMT
শ্রীলঙ্কা সফর দিয়ে ২০২৫-২৭ চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সেই প্রস্তুতি চলছে মিরপুর হোম অব ক্রিকেটে।
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স আগামীকাল বুধবার দলের সঙ্গে যোগ দেবেন। দায়িত্ব পাওয়ার পর পেস বোলিং কোচ শন টেইট গতকাল থেকে কাজ শুরু করে দিয়েছেন। আজ যোগ দিয়েছেন মুশতাক আহমেদ। আপাতত টেস্ট দল নিয়েই চলছে প্রস্তুতি। সীমিত ওভারের দলের কাজ শুরু হবে কয়েকদিন পর।
২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ জুন শুরু সিরিজের প্রথম টেস্ট। পরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ম্যাচ শুরু ২৫ তারিখ। ২০০৭ সালের পর ওই মাঠে আর টেস্ট খেলেনি বাংলাদেশ।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচনে সৈয়দ আশরাফুলের ‘আগ্রহ’
ধোনি-হেডেন-স্মিথ আইসিসি হল অব ফেমে
দুই টেস্টের জন্য বাংলাদেশ এরই মধ্যে ১৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। শান্তকে অধিনায়ক ও তার ডেপুটি করা হয়েছে মিরাজকে। সবশেষ টেস্ট স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার মাহমুদুল হাসান জয়, পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার তানভীর ইসলামকে শ্রীলঙ্কা সফরে নেওয়া হয়নি। লিটন দাস, ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা দলে ফিরেছেন। তাদের সঙ্গে আছেন হাসান মুরাদ।
বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। হজ পালন শেষে তাইজুল এখনো দলের সঙ্গে যোগ দেননি। বাকি তিন স্পিনার মিরাজ, মুরাদ ও নাঈম স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে আলাদা করে কাজ করেছেন। ইনডোরের আউটডোর মাঠে তিন স্পিনারকে নিয়ে প্রথমে চেয়ারে বসে বোলিং বোঝাচ্ছিলেন মুশতাক। পরে উইকেটে গিয়ে হাত ঘুরিয়েছেন স্পিনাররা।
পেসাররা টেইটের সঙ্গে লম্বা সেশন কাটিয়েছেন। ইবাদতকে নিয়ে অস্ট্রেলিয়ান কোচের আলাদা কাজ করতে দেখা গেছে। পায়ের চোটে প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। এ কারণে বিশ্বকাপসহ এক বছরের বেশি সময় সব ধরনের খেলার বাইরে ছিলেন। চোট পাওয়ার ১৬ মাস পর গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরেন দ্রুতগতির বোলার। এরপর বিপিএল, ঢাকা লিগ ও ‘এ’ দলের ম্যাচ খেলে পুরোনো ডেরায় ফিরলেন ডানহাতি পেসার। গতকাল ও আজ তাকে পুরোনো ছন্দে ফেরাতে কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ।
বিসিবির সহ-সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমকে এদিন অনুশীলনে দেখা গেছে। ব্যাটিং করে আসা অধিনায়ক শান্তর সঙ্গে নেটের পাশে আলাদা করে কথা বলতে দেখা গেছে তাকে। টুকটাক ব্যাটিংও বোঝাচ্ছিলেন, দূর থেকে বোঝা গেছে।
আগামী ১৩ জুন সকালের ফ্লাইটে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। বুধবার ও বৃহস্পতিবারও বাংলাদেশ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন করবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।’
ট্রাম্পের এই বক্তব্যে ‘আমরা’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়। খবর আল-জাজিরার
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, কিন্তু সেগুলো আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না।
ট্রাম্প আরও লেখেন, আমেরিকান চিন্তা, প্রযুক্তি আর নির্মাণ- এই তিনে মিলে যা দাঁড়ায়, তা কেউই টেক্কা দিতে পারে না। আমেরিকার চেয়ে ভালো কেউ করে না।