দেশের অন্তত ৩৫ জেলায় গতকাল মঙ্গলবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এ তাপপ্রবাহ শুরু হয়েছে গত শনিবার। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। সেই সঙ্গে দেশের কিছু স্থানে আজ বৃষ্টিরও সম্ভাবনা আছে।

গতকাল রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অন্তত ৩৫ জেলায় গতকাল মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। উত্তরের জেলা নীলফামারীতে বয়ে যায় মাঝারি তাপপ্রবাহ।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তা মৃদু তাপপ্রবাহ বলে ধরা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ বলে মনে করা হয়। গতকাল নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম পড়ে। রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে গতকাল সন্ধ্যার দিকে নোয়াখালী, নরসিংদী, টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও পূর্বাভাস আছে।

এ বৃষ্টির ফলে তাপমাত্রা অন্তত গতকালের চেয়ে আজ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, এখন মৌসুমি বায়ুর সময় হলেও এটি কম সক্রিয়। তবে তা সক্রিয় হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

চলতি মাসে দেশে একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয় থাকার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সে সময় ভারী বর্ষণের সম্ভাবনা আছে।

গতকাল রাত ৯টার পর থেকেই রাজধানীতে বাতাস বইতে শুরু করে। আকাশ মেঘলা হয় এবং কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়। গতকাল রাজধানীতে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স লস য় স গতক ল র

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ছিনতাইয়ের শিকার ব্যাংক কর্মকর্তা, ৯৯৯–এ ফোন পেয়ে ৩ জনকে আটক

ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীদের কবলে পড়া এক ব্যাংক কর্মকর্তাকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মুঠোফোন ও ব্যাংকের কার্ড ব্যবহার করে তোলা টাকা।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মনিরুল হক (৩১) নগরের ছোট বাজার এলাকার আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে কর্মরত। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় ব্যাংকের কাজ শেষে মাসকান্দা এলাকায় যান মনিরুল হক। কেনাকাটা শেষে বাসায় ফেরার সময় রাত সাড়ে আটটার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার পর একটি দল তাঁর পথরোধ করে। ছিনতাইকারীরা তাঁকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে সঙ্গে থাকা জিনিসপত্র দিতে বলে। প্রথমে তিনি রাজি না হলে মারধর শুরু করে। পরে সঙ্গে থাকা আড়াই হাজার টাকা, মুঠোফোন, মানিব্যাগ ও এতে থাকা ডেবিট ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।

মনিরুল হক বলেন, ‘ভয় দেখিয়ে ছিনতাইকারী দলের সদস্যরা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও নিয়ে যায়। একপর্যায়ে আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চলে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিলে টহলরত পুলিশ আমার কাছে এসে ঘটনার বিস্তারিত শোনে।’

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরের বলাশপুর নয়াপাড়া এলাকার শরাফ উদ্দিনের ছেলে তানভির হোসেন ওরফে অন্তর (২৫), শম্ভুগঞ্জের রাঘবপুর এলাকার আদাস আলীর ছেলে মো. মিলন (২৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সাব্বির আহমেদকে আটক করা হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টা থেকে দেড়টার মধ্যে তাঁদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, তানভির হোসেনের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা ও মিলনের বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলার তথ্য আছে থানায়।

ছিনতাইয়ের শিকার মনিরুল হক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন।

নগরের ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তার ছিনতাইকারীর কবলে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই এলাকায় ছিনতাই কাজে জড়িত ব্যক্তিদের ছবি দেখালে ব্যাংক কর্মকর্তা দুজনকে চিনতে পারেন। পরে একে একে তিনজনকে আটক করা হয়। এ চক্রের আরও সদস্য আছে। তাঁরা দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, থানায় মামলা শেষে আজ মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে ছিনতাইকারী দলের তিন সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে ছাত্রদল নেতার বাড়িতে মিলল দেশি অস্ত্র, বিদেশি মদ
  • ময়মনসিংহে ৯ দিনে ৭ খুন, ‘তুচ্ছ কারণে’ দীর্ঘ হচ্ছে লাশের তালিকা
  • নিখোঁজ কিশোরের লাশ মিলল সেপটিক ট্যাংকে
  • বিদেশে একটি দলের সঙ্গে বসে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না
  • ‘একটি দলের সঙ্গে বিদেশে বসে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না’
  • ময়মনসিংহে ছিনতাইয়ের শিকার ব্যাংক কর্মকর্তা, ৯৯৯–এ ফোন পেয়ে ৩ জনকে আটক
  • নিখোঁজ কিশোরের লাশ মিলল সেপটিক ট্যাংকে 
  • ছাত্রলীগ নেতার মৃত্যু, পুলিশ স্বাভাবিক মৃত্যু বললেও ‘অস্বাভাবিক’ বলে প্রচার
  • বেড়াতে আসা যুবকের মরদেহ পড়েছিল রাস্তায় 
  • ময়মনসিংহে বিজেএমসির জায়গায় নির্মাণ হবে বহুতল ভবন