বিদেশে একটি দলের সঙ্গে বসে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না
Published: 17th, June 2025 GMT
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “বিদেশে একটি দলের সঙ্গে বসে আপনি বাংলাদেশের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। কেন এমন সিন্ধান্ত নিয়েছেন দেশে এসে জাতীর কাছে তার ব্যাখ্যা দেবেন।”
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগর ও সদর শাখার আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “দেশের মানুষ রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির দেশ পরিচালনা দেখেছে। নতুনভাবে তারা আবার শাসন ক্ষমতায় বসলে কী করবে তা জাতীর আর জানার বাকি নেই। এখন যেহেতু পরিবর্তনের সময় এসেছে, সারা দেশ সফর করে দেখেছি এখন মানুষ চায় ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে। সবার দাবি; ইসলামী দলগুলো যদি একটি বাক্স পাঠায় তাহলে খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, বিদেশে টাকা পাচারকারীরা সুযোগ পাবে না।”
সভায় ময়মনসিংহ-৪ (সদর) আসনে ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা.
সভায় সভাপতিত্ব করেন দলটির মহানগর কমিটির সভাপতি অধ্যাপক. ডা মো. নাসির উদ্দিন। আরো বক্তব্য রাখেন- আসলামী আন্দোলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.এম রুহুল আমীন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করীম।
ঢাকা/মিলন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল কর ম ইসল ম হ নগর
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।