আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ‘মূলহোতা’ গ্রেপ্তার
Published: 19th, June 2025 GMT
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনার ‘মূলহোতা’ গোলাম প্রামানিককে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম প্রামানিক ওই গ্রামের মৃত আবদুর রহমান প্রামানিকের ছেলে। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার সন্দিগ্ধ প্রধান অভিযুক্ত এই গোলাম প্রামানিক। তাকে গ্রেপ্তার করে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এসময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়।
এসময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন।
এসময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় ১ হাজার ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।
ঢাকা/কেয়া/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর গণপ ট ন আম ন ল ব গম র
এছাড়াও পড়ুন:
ঢাকার ছাত্র সমাবেশে মহানগর ছাত্রদলের শোডাউন
ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
রোববার (৩ আগস্ট) রাজধানীতে শাহবাগে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল শোডাউন করে মিছিল নিয়ে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, সহ- সাধারণ সম্পাদক রাতুল, ছাত্রদল সদস্য জিসান,জোবায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আবির, রায়হান, আহসান, আকাশ, বন্দর উপজেলা ছাত্রদল নেতা ইমরান, সজীব, মুন্না, রিফাত, সদর থানা ছাত্রদল নেতা জহিরুল, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইমরান, মোহন, মো. খান, ইরফান, রনি, রাজু, অনু, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুজন, রমজান প্রমুখ।