মিয়া খলিফার সঙ্গে তুলনা করায় ক্ষোভ ঝারলেন মাহি
Published: 17th, August 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যমে রিডিং গ্লাস পরা একটি ছবি শেয়ার করার পরে নেটিজেনদে আপত্তিকর মন্তব্যের শিকার হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বেশিরভাই তাকে নীল ছবির তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি।
তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম ‘’
মাহি জানিয়েছেন, যারা এই ধরনের সমালোচনা করেন, তাদের নিয়ে আর কিছু বলার নেই। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেই ছবি নিয়ে দর্শক ও নেটিজেনরাও নানান মন্তব্য করতেই পারেন। তবে কোনো ধরনের অসভ্যতা করা ঠিক নয়।
আরো পড়ুন:
জিৎ যেভাবে সিনেমায় এলেন
সেলিম আল দীন স্মরণে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের নাট্যোৎসব
মাহির ভাষায় ‘‘এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।’’
মাহি ব্যাখ্যা দেন, এই ছবি দিয়ে তিনি এমন কিছুই বোঝাননি যাতে মিয়া খলিফার সঙ্গে তুলনা করা যায়। মিয়া খলিফার সঙ্গে তুলনা করাকে তিনি সমস্যা মনে করেন না তবে নেতিবাচক উপায়ে তুলনা করাতে আপত্তি রয়েছে তার।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ