মিয়া খলিফার সঙ্গে তুলনা করায় ক্ষোভ ঝারলেন মাহি
Published: 17th, August 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যমে রিডিং গ্লাস পরা একটি ছবি শেয়ার করার পরে নেটিজেনদে আপত্তিকর মন্তব্যের শিকার হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বেশিরভাই তাকে নীল ছবির তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি।
তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম ‘’
মাহি জানিয়েছেন, যারা এই ধরনের সমালোচনা করেন, তাদের নিয়ে আর কিছু বলার নেই। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেই ছবি নিয়ে দর্শক ও নেটিজেনরাও নানান মন্তব্য করতেই পারেন। তবে কোনো ধরনের অসভ্যতা করা ঠিক নয়।
আরো পড়ুন:
জিৎ যেভাবে সিনেমায় এলেন
সেলিম আল দীন স্মরণে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের নাট্যোৎসব
মাহির ভাষায় ‘‘এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।’’
মাহি ব্যাখ্যা দেন, এই ছবি দিয়ে তিনি এমন কিছুই বোঝাননি যাতে মিয়া খলিফার সঙ্গে তুলনা করা যায়। মিয়া খলিফার সঙ্গে তুলনা করাকে তিনি সমস্যা মনে করেন না তবে নেতিবাচক উপায়ে তুলনা করাতে আপত্তি রয়েছে তার।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একঝলক (১৭ আগস্ট ২০২৫)
ছবি: সোয়েল রানা