আমির খান প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এস প্রসন্নার পরিচালনায় এই ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিল্পী। মুম্বাইয়ের সান্তাক্রুজে আমির খান প্রোডাকশনের অফিসে বসে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি ও কয়েকজন সাংবাদিকের সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতায় নিজের কাজ, দর্শন, ব্যর্থতা ও ভালোবাসা নিয়ে অকপটে বললেন আমির খান।

শুরুতেই আমির বলেন, ‘আমার প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সেটে সৃজনশীল মানুষের মধ্যে ইগো, মতবিরোধ, টানাপোড়েন থাকেই। কিন্তু এই ছবির শুটিংয়ে সেই চিত্র একেবারে উল্টো। ওই ১০ জন বিশেষ শিল্পী সেটে পা রাখতেই যেন এক পবিত্রতা ছড়িয়ে যেত। ওদের মধ্যে কোনো অহংকার নেই, নেই গলা উঁচিয়ে কথা বলার অভ্যাস। এমনভাবে সহযোগিতা করেছে, যা আমাদেরও শিখিয়ে গেছে কীভাবে সহনশীল হতে হয়।’

মুম্বাইয়ে ‘সিতারে জমিন পর’ সিনেমার প্রিমিয়ারে আমির খান। এএফপি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র খ ন

এছাড়াও পড়ুন:

শ্রমিকের টাকা দিতে জেল থেকে সম্পত্তি বিক্রির অনুমতি নাসা গ্রুপ চেয়ারম্যানের

নিজের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধে সম্মতি দিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান। এ লক্ষ্যে তিনি জেল থেকে খসড়া পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন। ফলে শ্রমিকের চলতি মাসের বেতন-ভাতাদি পরিশোধ করা সহজ হবে।

নাসা গ্রুপ কর্তৃপ‌ক্ষের বরাত দি‌য়ে শ‌নিবার (২০ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান শ্রমিকের বেতন পরিশোধ করার জন্য বিভিন্ন সম্পত্তি বিক্রি সংক্রান্ত খসড়া পাওয়ার অব এটর্নি সংক্রান্ত  গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেছেন।

সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষরিত  হয়েছে। গুলশান ৭ নং রোডের প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন (মোট আয়তন ২ লক্ষ ৬ বর্গফুট) , নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট।

নাসা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, উপর্যুক্ত সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষরিত হওয়ায় খুব কম সময়ের মধ্যে অন্যান্য প্রক্রিয়াদি সম্পন্ন করে তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ