১৮ বছর পর এত বড় ফ্লপ, হতবাক হয়ে গিয়েছিলাম: আমির খান
Published: 22nd, June 2025 GMT
আমির খান প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এস প্রসন্নার পরিচালনায় এই ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিল্পী। মুম্বাইয়ের সান্তাক্রুজে আমির খান প্রোডাকশনের অফিসে বসে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি ও কয়েকজন সাংবাদিকের সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতায় নিজের কাজ, দর্শন, ব্যর্থতা ও ভালোবাসা নিয়ে অকপটে বললেন আমির খান।
শুরুতেই আমির বলেন, ‘আমার প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সেটে সৃজনশীল মানুষের মধ্যে ইগো, মতবিরোধ, টানাপোড়েন থাকেই। কিন্তু এই ছবির শুটিংয়ে সেই চিত্র একেবারে উল্টো। ওই ১০ জন বিশেষ শিল্পী সেটে পা রাখতেই যেন এক পবিত্রতা ছড়িয়ে যেত। ওদের মধ্যে কোনো অহংকার নেই, নেই গলা উঁচিয়ে কথা বলার অভ্যাস। এমনভাবে সহযোগিতা করেছে, যা আমাদেরও শিখিয়ে গেছে কীভাবে সহনশীল হতে হয়।’
মুম্বাইয়ে ‘সিতারে জমিন পর’ সিনেমার প্রিমিয়ারে আমির খান। এএফপি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র খ ন
এছাড়াও পড়ুন:
মথ বীজকে মুগডাল বলে বিক্রির অভিযোগ, লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রি অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে শহরের ছয়আনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “টাঙ্গাইলের কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে রং মেশানো মথ বীজ এনে বিভিন্ন বাজারে বিক্রি করছে। এমন অভিযোগে শহরের ছয়আনী বাজারে অভিযান পরিচালনা করে প্রমাণ পেয়েছি। পরে যৌথভাবে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরো বলেন, “এছাড়াও যেসব ডাল বিক্রি করেছেন, তা ফেরত এনে যেখান থেকে ক্রয় করেছেন, ব্যবসায়ীরা সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিয়ে মেমো দেখাতে বলা হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে ক্ষতিকর কেমিক্যাল মেশানো, নকল ভেজাল খাদ্য বিক্রির বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।”
ঢাকা/কাওছার/এস