‘আগে ওনার খোঁজ পেলে চিকিৎসার জন্য বিদেশে যেতাম না’
Published: 22nd, October 2025 GMT
ছবি: শারমিন আক্তারের সৌজন্যে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় প্রতারণা মামলায় কাজী গ্রেপ্তার
খুলনায় একটি বিয়ের ঘটনায় প্রতারণার অভিযোগে মো. হাবিবুল্লাহ (সাচ্চু) নামে নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে নগরীর সোসাইটি সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ অক্টোবর) গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাচ্চু কাজী নগরীর বাগমারা এলাকার মৃত শহীদুল্লাহ কাজীর ছেলে।
আরো পড়ুন:
মেয়েকে নিয়ে হাসপাতালে মা, ধর্ষণচেষ্টার মামলা করতে গিয়ে বাবা-ভাই কারাগারে
‘তুমি না মরলে আমি মাহীরের হব না’, বলেন বর্ষা
খুলনা থানার এসআই আব্দুল হাই জানান, দুই বছর আগে পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা হিরামনির সঙ্গে সোনাডাঙ্গা থানার নজিরঘাট এলাকার বাসিন্দা শাহীনুর ইসলাম সুমনের ছেলে সাফওয়ান হোসেন সাইদের বিয়ে হয়। এই বিয়ের কাজী ছিলেন হাবিবুল্লাহ সাচ্চু। বিয়ের পর মেয়ের পরিবার কাজীর কাছে গিয়ে কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি এবং মুড়িবইয়ে সই হলেও রেজিস্ট্রি বইয়ে তাদের সই ছিল না।
এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর হিরামনি বাদী হয়ে খুলনার আদালতে মামলা করেন। মামলায় সাচ্চু কাজীসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়। সাচ্চু কাজী এ মামলার ৬ নম্বর আসামি। আদালত মামলাটি গ্রহণ করে খুলনা সদর থানায় এজাহারভুক্ত করার নির্দেশ দেন।
তিনি আরো জানান, সাচ্চু কাজীর বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ রয়েছে। তিনি বহু বিবাহের হোতা হিসেবে পরিচিত। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ