দাম্পত্যে ‘পারফেক্ট’ কিছু আছে কি
Published: 22nd, October 2025 GMT
রোমান্টিক কমেডি নিয়ে ফিরছেন গিয়াস উদ্দিন সেলিম। ফ্ল্যাশ ফিকশনটির নাম ‘পারফেক্ট ওয়াইফ’। আজ রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এটি দেখা যাবে। গত সোমবার রাতে প্রকাশ পেয়েছে ট্রেলার, যা দেখে ধারণা করা যাচ্ছে তরুণ দুই দম্পতির নানান টানাপোড়েন নিয়ে গল্পটি গড়ে উঠেছে।
ট্রেলারে দেখা যায়, বিবাহিত বন্ধুর বাড়িতে বেড়াতে আসে এক দম্পতি, আর সেখান থেকেই শুরু হয় নানা ঘটনা। একসময় সম্পর্কের মধুরতায় জায়গায় জায়গা নেয় কলহ ও ভুল–বোঝাবুঝি।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পুরুষালি দৃষ্টিভঙ্গিতে “মনের মতো বউ” বলে একটা ধারণা আছে। স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সেই স্ত্রী পারফেক্ট—এই প্রচলিত ভাবনাটাকেই প্রশ্ন করতে চেয়েছি। আমরা গল্পটা হালকা মজা করেই বলেছি, কিন্তু এর মধ্যে আছে একধরনের সামাজিক প্রতিফলন।’ ‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’, ‘পাপ পুণ্য’ ও ‘কাজলরেখা’র নির্মাতা হিসেবে দর্শকের প্রত্যাশা সব সময়ই তাঁর প্রতি অনেক।
‘পারফেক্ট ওয়াইফ’–এর দৃশ্য। চরকির সৌজ্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অলিপুরে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ, আটক ২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে। প্রতিটি বস্তায় রয়েছে ৩০ কেজি জিরা, যার বাজারমূল্য প্রতি কেজি ১ হাজার টাকা হিসেবে ৬৬ লাখ টাকা।
বুধবার (২২ অক্টোবর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে (যশোর ট-১১-৪১-৮৯) নম্বরের একটি ট্রাক অলিপুর চেকপোস্টে পৌঁছলে হাইওয়ে পুলিশ সন্দেহজনক মনে করে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় ট্রাকভর্তি জিরা জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সাহাবুদ্দিন (২৩) ও হেলপার মো. আকাশকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান। পণ্যের মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, জব্দকৃত জিরা বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/মামুন/এস