শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম চলতি বছরের প্রথম ৯ মাসে ৩৫৬ কোটি টাকা মুনাফা করেছে। সেই সঙ্গে এই ৯ মাসের জন্য শেয়ারধারীদের ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ঘোষিত এই লভ্যাংশবাবদ কোম্পানিটি শেয়ারধারীদের প্রতিটি শেয়ারের জন্য ১ টাকা ৮০ পয়সা লভ্যাংশ দেবে।

কোম্পানিটির পর্ষদের গতকাল মঙ্গলবারের সভায় চলতি বছরের ৯ মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদ সভা শেষে এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি মুনাফা ও লভ্যাংশের এই তথ্য জানিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে ২৫ কোটি টাকা বা সাড়ে ৭ শতাংশ বেড়েছে। গত বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি মুনাফা করেছিল ৩৩১ কোটি টাকা। চলতি বছরের একই সময়ে যা বেড়ে দাঁড়ায় ৩৫৬ কোটি টাকায়। এর মধ্যে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা করেছে ১২০ কোটি টাকা। সেই হিসাবে কোম্পানিটির ৯ মাসের মুনাফার প্রায় ৩৪ শতাংশই এসেছে এই তিন মাসে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লাফার্জহোলসিমের মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৩২ কোটি টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে। গত বছরের জুলাই-সেপ্টেম্বরে কোম্পানিটি মুনাফা করেছিল ৮৮ কোটি টাকা।

এদিকে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন যে লভ্যাংশ ঘোষণা করেছে, তাতে লভ্যাংশবাবদ বিতরণ করা হবে প্রায় ২০৯ কোটি টাকা। ঘোষিত এই লভ্যাংশের বড় অংশই পাবেন কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা। লভ্যাংশবাবদ তাঁরা পাবেন প্রায় ১৩২ কোটি ৫২ লাখ টাকা। কারণ, গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারের ৬৩ শতাংশের বেশি ছিল উদ্যোক্তা-পরিচালকদের হাতে। ঘোষিত লভ্যাংশবাবদ দ্বিতীয় সর্বোচ্চ লভ্যাংশ পাবেন কোম্পানিটির শেয়ারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারের সোয়া ২২ শতাংশের বেশি ছিল তাঁদের হাতে। সেই হিসাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লভ্যাংশবাবদ পাবেন প্রায় ৪৭ কোটি টাকা। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশ বাবদ ২৮ কোটি ২৮ লাখ টাকা পাবেন। গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারের প্রায় সাড়ে ১৩ শতাংশ ছিল ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের হাতে। আর কোম্পানিটির শেয়ারের বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশ বাবদ পাবেন ১ কোটি ৬৭ লাখ টাকা।

* শেয়ারধারীদের জন্য ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
* ঘোষিত লভ্যাংশ বাবদ কোম্পানিটি বিতরণ করবে ২০৯ কোটি টাকার বেশি।
* গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৩৬ শতাংশ বেড়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে লাফার্জহোলসিম ২ হাজার ১৬৬ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৯৭ কোটি টাকা বা ৫ শতাংশের বেশি। ব্যবসা যতটা বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে উৎপাদন খরচ। গত বছরের প্রথম ৯ মাসে ২ হাজার ৬৯ কোটি টাকার ব্যবসার বিপরীতে কোম্পানিটির উৎপাদন খরচ ছিল ১ হাজার ৪২৫ কোটি টাকা। চলতি বছরের প্রথম ৯ মাসে ২ হাজার ১৬৬ কোটি টাকার ব্যবসার বিপরীতে কোম্পানিটির উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫২ কোটি টাকা। সেই হিসাবে ৯৭ কোটি টাকার বিক্রি বৃদ্ধির বিপরীতে উৎপাদন খরচ বেড়েছে ১২৭ কোটি টাকা। তবে চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির আর্থিক খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। সেই সঙ্গে বেড়েছে সুদ আয়। এ কারণে কোম্পানিটির মুনাফাও বেড়েছে।

গত বছরের চেয়ে ভালো মুনাফা ও ব্যবসার প্রবৃদ্ধির বিষয়ে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও বলেন, সরকারি খাতের বিনিয়োগে মন্দা ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণে নির্মাণশিল্প খাত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তা সত্ত্বেও লাফার্জহোলসিমের ব্যবসায় ভালো করেছে। লাফার্জহোলসিমের পণ্য ও সেবার প্রতি ক্রেতাদের আস্থার কারণেই এটি সম্ভব হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লাফার্জহোলসিমের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৫১ টাকা ২০ পয়সা। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা কমেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর র প রথম ৯ ম স জ ল ই স প ট ম বর ট ক র ব যবস গত বছর র আর থ ক

এছাড়াও পড়ুন:

আমার পুরো পিঠে আগুন লেগে যায়: প্রিয়া মালিক

আলোর উৎসব দীপাবলিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও অভিনেত্রী প্রিয়া মালিক। সোমবার (২০ অক্টোবর) রাতে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপনের সময়ে তার শরীরে আগুন ধরে যায়। শরীরের কিছু অংশ পুড়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

এ নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন প্রিয়া মালিক। তাতে এই অভিনেত্রী বলেন, “আমি আমার প্রতিবেশীদের সঙ্গে ছবি তুলছিলাম, হঠাৎ দেখি আমার ডান কাঁধ থেকে আগুনের শিখা উঠছে। তখন বুঝতে পারি, আমার পুরো পিঠে আগুন লেগে গেছে। আমি সর্বগ্রাসী আগুনের কথা বলছি, এটা ছোটখাটো কোনো আগুন ছিল না।” 

আরো পড়ুন:

অ্যাটলির ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা

অভিনেতা আসরানির মৃত্যুর খবর কেন গোপন রাখল পরিবার?

পরের ঘটনা বর্ণনা করে প্রিয়া মালিক বলেন, “সৌভাগ্যক্রমে আমার বাবা আগুনে জ্বলতে থাকা আমার জামাকাপড় ছিঁড়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। এটাই ছিল একমাত্র উপায়। এই ঘটনার ফলে আমি ও আমার পরিবার চরমভাবে মানসিকভাবে ভেঙে পড়েছি।” 

উদ্বেগ প্রকাশ করে প্রিয়া মালিক বলেন, “আমরা সবাই আগুনের নিরাপত্তা নিয়ে কথা বলি। কিন্তু মনে করি, এমন কিছু আমাদের সঙ্গে ঘটবে না। গত রাতের পর আমি বুঝলাম, মাত্র একটা অসাবধনতার কারণে মুহূর্তে জীবন চলে যেতে পারত। শরীরে আগুন ছড়িয়ে পড়লে পালানোর কোনো উপায় থাকে না।” 

প্রিয়ার পিঠ, কাঁধ, চুল ও আঙুল হালকা পুড়েছে। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমি জানি না কীভাবে আরো বড় ক্ষতি ছাড়াই বেঁচে গেলাম। এই দুর্ঘটনা হয়তো আমাকে দীপাবলি থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দেবে। ঈশ্বরকে ধন্যবাদ, আমার বাচ্চা তখন আমার কোলে ছিল না।” 

“আমি হয়তো আগামী বছর আবার দীপাবলি উদযাপন করব। কিন্তু এটা আমার জীবনে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হয়ে থাকবে। দয়া করে সবাই এমন সময়ে সাবধান থাকুন।” বলেন প্রিয়া। 

প্রিয়া মালিক ব্যক্তিগত জীবনে করণ বক্সির সঙ্গে ঘর বেঁধেছেন। ২০২২ সালে দিল্লি একটি গুরুদ্বারে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২৪ সালের ৩১ মার্চ, তাদের ঘর আলো করে জন্ম নেয় একটি পুত্রসন্তান, যার নাম রেখেছেন জোরাবার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ