স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন ১২০টি শূন্যপদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৮ নভেম্বর ২০২৫।
পদের নাম ও বিবরণ
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট/ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২৫ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ৩০ শব্দের গতি থাকতে হবে। সাঁটলিপির সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিংসহ ই মেইল, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪, ৬০/- (গ্রেড-১৪)

আরও পড়ুনবিমানবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ, পদ ৩০৮২০ অক্টোবর ২০২৫

২.

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন সার্টিফিকেট। ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩. স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১১২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৪. ড্রাইভার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক ইস্যু করা হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

আরও পড়ুনব্র্যাকে ইন্টার্নশিপ, স্নাতকে আবেদন—সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের অগ্রাধিকার২১ ঘণ্টা আগে

বয়সসীমা
১৮/১১/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বরাবর আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করে অফিস চলাকালীন বিকেল ৫:০০টার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে।
আবেদন ফি
১০০ টাকা। সোনালী ব্যাংক, খাগড়াছড়ি শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনের শেষ সময়
১৮ নভেম্বর ২০২৫
নির্দেশনা
১. খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ (সত্যায়িত) জমা দিতে হবে।
২. পূর্বের বিজ্ঞপ্তি মূলে আবেদনকারীদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
৩. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪. একজন আবেদনকারী একাধিক পদে আবেদনের জন্য বিবেচিত হবেন না।

আরও পড়ুনপ্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ, পরীক্ষা ১০০ নম্বরে২০ অক্টোবর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ য় সমম ন

এছাড়াও পড়ুন:

সুপারশিয়ার ভূমিকম্প কী, কীভাবে ধ্বংসযজ্ঞ চালায়

ভূমিকম্প, সুনামি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে সুনামি, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য জানার সুযোগ মিললেও ভূমিকম্পের পূর্বাভাস জানার কার্যকর পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। আর তাই দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ধরন ও পূর্বাভাস জানার জন্য কাজ করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডর্নসাইফ কলেজের বিজ্ঞানীরা ‘সুপারশিয়ার’ নামের বিরল ভূমিকম্পের তথ্য জানিয়েছেন।

বিজ্ঞানীদের তথ্যমতে, সুপারশিয়ার ভূমিকম্প বিশেষ ধরনের ভূমিকম্প। এই ভূমিকম্পের তরঙ্গ সাধারণ ভূমিকম্পের চেয়ে দ্রুতগতিতে চলে। ফলে সোনিক বুমের মতো তীব্র ভূমিকম্প তৈরি হয়, যা পূর্বের ধারণার চেয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ২০২৫ সালের মার্চ মাসে মিয়ানমারে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এমনি এক ভূমিকম্প ছিল।

সুপারশিয়ার ভূমিকম্পের বিষয়ে বিজ্ঞানী আহমেদ এলবান্না জানান, এটি ধ্বংসাত্মক তরঙ্গ তৈরি করে, যা একটি সাধারণ ভূমিকম্পের চেয়ে শক্তিশালী। আর এ কারণেই ২০২৫ সালের ২৮ মার্চ মিয়ানমারে এক ভূমিকম্পে ৪৬০ কিলোমিটারের বেশি জমিতে ফাটল দেখা দেয়। শুধু তা–ই নয়, সাধারণ মাত্রার ভূমিকম্পের চেয়ে প্রায় দ্বিগুণ ক্ষতি হয়। এ বিষয়ে কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জুডিথ হাবার্ড জানান, প্রাথমিক গবেষণায় দেখা গেছে, সুপারশিয়ার ভূমিকম্পের কারণে ফাটল তৈরি হয়েছে। অস্বাভাবিক গতি ভূকম্পনকে আরও বাড়িয়েছে বলে মনে করা হয়। ফলে বিশাল এলাকাজুড়ে ক্ষতি হয়েছে।

বিজ্ঞানী ইয়েহুদা বেন-জিয়ন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অন্যান্য অঞ্চলের তুলনায় সুপারশিয়ার ভূমিকম্পের সম্ভাবনা বেশি। এমন ধরনের হুমকি অনেক দিন ধরেই রয়েছে। আগামী কয়েক দশক ধরে ক্যালিফোর্নিয়ায় ৭ মাত্রার বা তার বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। সুপারশিয়ার ভূমিকম্প ফল্ট বরাবর তাদের সবচেয়ে শক্তিশালী শক্তি প্রেরণ করে বলে অবকাঠামোর জন্য নতুন ঝুঁকি তৈরি করে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ

  • লাফার্জহোলসিমের ১৮ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (২২ অক্টোবর ২০২৫)
  • পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার যুগল ৫ দিনের রিমান্ডে
  • নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন কমিশনের সুপারিশ
  • ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
  • নয় মাসে সেনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪১.২৫ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২১ অক্টোবর ২০২৫)
  • ৯ মাসে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে
  • সুপারশিয়ার ভূমিকম্প কী, কীভাবে ধ্বংসযজ্ঞ চালায়