ডাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত
Published: 22nd, June 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রথম বৈঠক করেছেন নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এ এস এম মহিউদ্দিন, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক নাসরিন সুলতানা, অধ্যাপক মো.
বৈঠকে নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন হলের প্রাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি আগামী বৃহস্পতিবার দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ডাকসুর তফসিল ঘোষণাকে সামনে রেখেই আমরা অংশীজনদের সঙ্গে আলোচনা করব।’
আরও পড়ুনডাকসু নির্বাচনের জন্য ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠন১৬ জুন ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত
এছাড়াও পড়ুন:
নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অলোক/রাজীব