মব জাস্টিস কোনভাবেই গ্রহণযোগ্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 23rd, June 2025 GMT
‘‘মব জাস্টিস কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
বলেছেন, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন।’’
কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যেন এসব ফল হারিয়ে না যায়।’’
গাজীপুর বর্তমানে ডাকাতির হার বেড়েছে এবিষয়ে করনীয় জানতে চাইলে বলেন, ‘‘এজন্য পুলিশের সংখ্যা বাড়ানো হবে না, তবে ডাকাত নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানো হবে। যেনো তারা কার্যক্রম চালাতে না পারে।’’
পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নানা দিক নির্দেশনা দেন।
ঢাকা/রেজাউল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহামেডান কেন বাফুফে লিগ কমিটির বিলুপ্তি চায়
২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২৫-২৬ মৌসুম। তার আগে গতকাল রাতে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেই সূচি নিয়েই আপত্তি তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুধু আপত্তিই নয়, বাফুফের পেশাদার লিগ কমিটির বিলুপ্তিও চেয়েছে তারা। রোববার রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর চিঠি দিয়েছেন মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ।
চিঠিতে মোহামেডান লিখেছে, ‘কোনো রূপ আলোচনা ছাড়াই করা আসন্ন মৌসুমের ফিকশ্চার ফরম্যাট ত্রুটিপূর্ণ ও সামঞ্জস্যহীন মনে হয়েছে। আমরা স্বচ্ছ, অনুমোদিত ও গ্রহণযোগ্য ফিকশ্চার ফরম্যাট আশা করি।’
আরও পড়ুনমোহামেডানের নতুন যাত্রায় নতুন জুটি ৩ ঘণ্টা আগেপাশাপাশি লিগ কমিটির বিলুপ্তির দাবিও জানিয়েছে তারা। চিঠিতে বলা হয়েছে, ‘দেশের ফুটবলের উন্নয়নের স্বার্থে বর্তমান লিগ কমিটির পুনর্বিন্যাস অথবা বিলুপ্তি ঘটিয়ে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত ফুটবলবান্ধব কমিটি গঠন করা জরুরি।’
বাফুফের পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন অবশ্য বললেন, ‘ক্লাব প্রতিনিধিকে ডাকলে ভালো হতো। তবে ক্লাবকে জানিয়েই যে সূচি করতে হবে, এমন কোনো নিয়ম নেই।’
একসময় নিয়ম ছিল—চ্যাম্পিয়ন দল খেলবে আগের মৌসুমের সর্বনিম্ন দলের সঙ্গে। অন্য দলগুলোও ক্রম অনুযায়ী খেলত। কিন্তু গত দুই মৌসুমে সফটওয়্যারের মাধ্যমে ফিকশ্চার সাজানো হচ্ছে। এতে চ্যাম্পিয়ন দলকে প্রথম ম্যাচ খেলতে হচ্ছে ষষ্ঠ বা সপ্তম স্থানের দলের বিপক্ষে।
মোহামেডানের নতুন জুটি মোজাফফরভ–বোয়াটেং এখন