প্রেক্ষাগৃহে ২১ জুন মুক্তি পেয়েছে আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’। বক্স অফিসে শুরুটা ভালো না হলেও সপ্তাহান্তে ব্যবসার গতি বেশ বাড়িয়েছে সিনেমাটি। অর্থাৎ মাত্র চার দিনে ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে ‘সিতারে জামিন পার’।

ভারতের বক্স অফিস রিপোর্টভিত্তির অনলাইন স্যাকনিল্কের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র চার দিনেই ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে ছবিটি।

রিপোর্ট অনুসারে, মুক্তির চার দিনের মধ্যে ভারতে ৬৬.

৬৫ কোটি রুপি ও বিদেশের বাজার থেকে অতিরিক্ত ৩০ কোটি রুপি নিয়ে চলচ্চিত্রটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১১০ কোটি রুপিতে। তবে এটি এখনও সালমান খানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’-এর চেয়ে পিছিয়ে রয়েছে। সালমানের  সিনেমাটি চার দিয়ে বক্স অফিসে আয় করেছিল ১৭৭ কোটি রুপি।

‘সিতারে জামিন পার’ ছবিটি দর্শক, সমালোচক এবং চলচ্চিত্র জগতের অনেকের কাছে প্রশংসা অর্জন করেছে।

জাভেদ আখতার লিখেছেন, “দ্বিতীয় দিনে বক্স অফিসে ‘সিতারে জামিন পার' যে রেকর্ড করেছে তা জানতে পেরে খুব খুশি। কে বলে যে ভালো চলচ্চিত্রের দর্শকদের মধ্যে কোনও গ্রহণযোগ্যতা নেই। আমির খান ও তার টিমকে অভিনন্দন।”

সিনেমাটি দেখে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু লিখেছেন, “সিতারে জামিন পার’ ছবিটি এত সুন্দর, যা আপনাকে হাসাবে, কাঁদবে এবং হাততালি দিতে বাধ্য করবে। আমির খানের সমস্ত ক্লাসিক সিনেমার মতোই এটা। আপনি আপনার মুখে একটি বড় হাসি নিয়ে বেরোবেন এই ছবি দেখে।”

এর আগে ছবির প্রচারে গিয়ে আমির বলেছিলেন, ‘সিতারে জামিন পার’ কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। এই সিদ্ধান্তের প্রশংসা করেছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।

আরএস প্রসন্নর পরিচালিত এ সিনেমায় আমির খান ছাড়াও অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, আরুষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকরসহ দশজন নবাগত শিল্পী।

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র খ ন আম র খ ন

এছাড়াও পড়ুন:

১০০০ গোল থেকে আর কত দূরে রোনালদো ও মেসি

একজনের বয়স ৪০, অন্যজনের ৩৮।

কিন্তু খেলা দেখে বোঝার উপায় নেই তাঁরা বুটজোড়া তুলে রাখার সময় পেরিয়ে এসেছেন। এখনো দুজনই ম্যাচের পর ম্যাচ গোল করে যাচ্ছেন, গোল করাচ্ছেন।
বলা হচ্ছে দুই চির তরুণের কথা। একজন ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যজন লিওনেল মেসি।

এই তো শনিবারও রোনালদো জোড়া গোল করেছেন আল নাসরের হয়ে, সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ৫-১ ব্যবধানের দাপুটে জয়ে। অন্যদিকে মেজর লিগ সকারে মেসি দুই গোল তো করেছেনই, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটা। তাঁর ম্যাজিকেই ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে।

দুজনেই এগোচ্ছেন অবিশ্বাস্য এক মাইলফলকের দিকে—ক্যারিয়ারে ১০০০ গোল। রোনালদো কিছুটা এগিয়ে, মেসি তাঁর পিছু পিছু।

কার কত গোল

শনিবার রাতের জোড়া গোলের পর আপাতত রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা ৯৪৫। ১০০০ গোলের মাইলফলক থেকে তিনি আর মাত্র ৫৫ গোল দূরে। আল নাসরের হয়ে এই মৌসুমে ৫ ম্যাচ খেলে রোনালদো করেছেন ৪ গোল। এভাবে এগোতে থাকলে হয়তো এই মৌসুমেই তিনি সেই মাইলফলক ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ কিংবদন্তি। আর তা না হলেও পরের মৌসুমে তো প্রায় নিশ্চিত।

মেসির জন্য এই পথ এখনো কিছুটা দীর্ঘ। আপাতত তাঁর মোট গোল ৮৮২। ১০০০-এর মাইলফলক ছুঁতে তাঁকে আরও ১১৮টি গোল করতে হবে। ধারণা করা হচ্ছে, আরও প্রায় আড়াই মৌসুমে তিনি এই মাইলফলক ছুঁতে পারেন। এখন দেখার অপেক্ষা, মেসি কি ইন্টার মায়ামিতে থেকেই সেই কীর্তি গড়েন, নাকি তাঁর নিজ দেশ আর্জেন্টিনায় ফিরে গিয়ে!

আরও পড়ুনবার্সেলোনা যেভাবে ‘দেশি’, রিয়াল মাদ্রিদ ‘বিদেশি’২০ সেপ্টেম্বর ২০২৫ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল

ফুটবলের ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। তাদের গবেষণা অনুযায়ী, এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবলে ৫০০ বা এর বেশি গোল করেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা ২৬ জন। তাঁদের মধ্যে এক ও দুই নম্বর নামটা তো খুবই অনুমিত—রোনালদো ও মেসি।

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যখন জাতীয় দলের জার্সিতে মুখোমুখি

সম্পর্কিত নিবন্ধ

  • ১০০০ গোল থেকে আর কত দূরে রোনালদো ও মেসি