গাজায় হামাসের হামলায় ৭ ইসরায়েলি সেনা নিহত
Published: 25th, June 2025 GMT
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের সাত সেনা নিহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরায়েলি বাহিনী তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ান তারা।
আরো পড়ুন:
ফিলিস্তিন-ইরানে হামলার প্রতিবাদে ঢাবিতে ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ
বিশ্লেষণ: ইসরায়েলিরা এখন বুঝতে পারছে ফিলিস্তিনি ও লেবানিজরা কী ভোগ করছে
প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, হামাস যোদ্ধরা দুইভাগে এই অতর্কিত হামলা চালান। প্রথমে খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালান তারা। এরপর হতাহতদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।
টাইমস অব ইসরায়েলে জানিয়েছে, হামাসের হামলায় সাঁজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে। ভেতরে থাকা সেনারা আগুনে পুড়ে মারা যান। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নিহত সাত সৈন্যের নাম প্রকাশ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুসারে, মঙ্গলবার গাজায় ৭ জন সেনা নিহত হয়েছে এবং তাদের বয়স ১৯ থেকে ২১ বছর। তারা সবাই ইসরায়েলের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। আহত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে তেল আবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে হামাস।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল
এছাড়াও পড়ুন:
ভূমিকম্পে নিহত ১০, আহত ছয় শতাধিক, আতঙ্ক
ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তাঁর ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২) এবং নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হয় ১০ মাস বয়সী ফাতেমা; নরসিংদীতে শিশু ওমর ফারুক (১০), তার বাবা দেলোয়ার হোসেন (৪০), ফোরকান মিয়া (৩৫) এবং বৃদ্ধ কাজম আলী (৭৫) ও নাসির উদ্দীন (৬৫)।
ভূমিকম্পে ভেঙে পড়া ছাদের রেলিং দেখাচ্ছেন একজন। পুরান ঢাকার কসাইটুলী এলাকায়