নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের পক্ষ থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমীর আবদুল জব্বার ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন। 

শনিবার (২৮ জুন) দুপুরে এক বিবৃতিতে তারা এই অভিনন্দন জানিয়েছেন। একইভাবে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমাদও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

অভিনন্দন বার্তায় তারা বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করছি সাংবাদিক নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পাশে থাকবেন। অন্যায়, অবিচারের বিরুদ্ধে কলম সৈনিক হিসেবে ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন। প্রত্যাশিত সমাজ গঠনে সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করবেন। 

তারা আরও বলেন, আমরা বিগত দিনে দেখেছি কতিপয় সাংবাদিকরা কিভাবে তাদের নীতি বিসর্জন দিয়ে ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছিলো। তাদেরকে জাতির বিবেক হিসেবে মূল্যায়ণ করা যায়নি। আশা করছি ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে এই পরিস্থিতির উত্তোরণ ঘটবে। সেই সাথে সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ হিসেবে কাজ করবেন। 

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে মাসুদ পন্টির নেতৃত্বাধীন প্যানেল। ক্লাবের সভাপতি পদে জয় পেয়েছেন আবু সাউদ মাসুদ (আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন)।

নির্বাচনে জয়লাভ করা অন্যান্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (এনটিভি), সহ সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান কাকন (আমাদের সময়)।

কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ), আরিফ আলম দিপু (শীতলক্ষ্যা), আব্দুস সালাম (এটিএন), মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায় (সংবাদ)।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প র স জয় প য় ছ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন