ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ, যা গতবারের তুলনায় ২৪ দশমিক ৭৫ শতাংশ কম। তবে পাশের হার ও জিপিএ-৫ উভয় ক্যাটাগরিতেই এগিয়ে রয়েছে মেয়েরা।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.

মো. শহীদুল্লাহ।

ফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৫৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৪৪৬ জন পরীক্ষার্থী। ফলাফলে দেখা যায়, এবার ছাত্রদের পাশের হার ৫৫ দশমিক শূন্য ৭ শতাংশ। অপরদিকে ছাত্রীদের পাশের হার ৬১ দশমিক ৪৮ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ১ হাজার ৬৭৬ জন। তার মধ্যে ছাত্র ৫২৫ জন ও ছাত্রী ১ হাজার ১৫১ জন। যা শতকরা হিসাবে ছাত্রদের ক্ষেত্রে ৪৬ দশমিক ৮৯ শতাংশ ও ছাত্রীদের ক্ষেত্রে ৭০ দশমিক ১৯ শতাংশ।

এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, এ বছর তুলনামূলকভাবে পাশের হার কিছুটা কম। আমরা শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরকে বলেছি শিক্ষার্থীদের প্রতি যত্ন নিতে। যাতে করে আগামী বছর পাশের হার বৃদ্ধি পায়। 

তবে, এবারের ফলাফলে মেয়েরা অনেক বেশি এগিয়ে। এ সময় তিনি ছেলেদেরকে পড়াশোনায় আরও আগ্রহ দেখাতে বলেন। 

ফলাফল মূল্যায়ন করতে গিয়ে তিনি সমকালকে বলেন, এই ফলাফলে আমি সন্তুষ্ট নই। আমরা সবসময় চাই, শিক্ষার্থীরা খুব ভালো ফলাফল করুক। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা সবাই মিলে চেষ্টা করলে সামনের বছর ফলাফল অনেক ভালো হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ এসএসস পর ক ষ দশম ক ফল ফল

এছাড়াও পড়ুন:

বিআইটি গঠনের দাবিতে সড়ক অবরোধ

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রহমতপুর বাইপাস মোড়ে অবস্থান নেন তারা।

অবরোধ কর্মসূচির কারণে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কের রহমতপুর বাইপাস মোড়ে যানজট তৈরি হয়। মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিন মোল্লার ভাষ্য, শিক্ষার্থীদের পক্ষে ময়মনসিংহের জেলা প্রশাসক শিক্ষা উপদেষ্টা বরাবর একটি চিঠি দিয়েছেন। উপদেষ্টার সঙ্গে আগামী সোমবারের আগে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করতে চান তারা। যদি উপদেষ্টা সোমবারের মধ্যে আলোচনায় না বসেন, তাহলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনে পুলিশ-সেনাবাহিনীর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন করা হবে।

জানা গেছে, গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ধ্রুবজিৎ চলমান শিক্ষা ব্যবস্থাকে তাঁর আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০ মে থেকে একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমানুর রহমান সাব্বির জানান, কলেজটির সমস্যার মূলে তীব্র শিক্ষক সংকট। নীতিমালা অনুযায়ী, প্রতিটি প্রকৌশল প্রতিষ্ঠানে একজন স্থায়ী অধ্যক্ষ, প্রতিটি বিভাগে একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক এবং দু’জন প্রভাষক থাকার কথা। কিন্তু আজ পর্যন্ত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন শুক্রবার
  • ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭
  • বৃষ্টি কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  • ময়মনসিংহের শশী লজে এক বেলা
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টি, দুপুরের পর কমে যেতে পারে
  • ডেঙ্গু রোগীর অবস্থা দ্রুত জটিল হচ্ছে
  • বিআইটি গঠনের দাবিতে সড়ক অবরোধ
  • ময়মনসিংহে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, ভোগান্তি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা বর্জনের ডাক ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজশিক্ষার্থীদের