ভ্যানগার্ড অ্যাসেটকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশসহ বিজিআইসিকে জরিমানা
Published: 23rd, July 2025 GMT
এএফসি হেলথ লিমিটেডে অবৈধভাবে বিনিয়োগ করা অর্থ ফেরত আনার জন্য ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৩০ দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের তহবিলে ওই বিনিয়োগকৃত অর্থ ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে ৯ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এদিকে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন:
কারণ ছাড়াই বাড়ছে সমতা লেদারের শেয়ারের দাম
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের অর্ধবার্ষিকে লোকসান কমেছে
বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (অ্যাসেট ম্যানেজার) কর্তৃক ব্যবস্থাপনাকৃত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ফান্ড থেকে ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেডের চার কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘিত হয়।
এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা ওই ফান্ডে ফেরত প্রদানের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। ওই অর্থ ফেরত প্রদানে ব্যর্থ হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ কোটি টাকা অর্থদণ্ড আরোপেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এ অনিয়ম হওয়ার পেছনে মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় ট্রাস্টি বিজিআইসিকে ১ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা/এনটি/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর, ২০২৫) দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ডেপুটি ডিরেক্টর হাফিজুর রহমান, জয়েন্ট ডিরেক্টর ইবনে আহসান কবির ও জয়েন্ট ডিরেক্টর এ এন এম কলিম উদ্দিন হাসান তুষার মানি লন্ডারিং প্রতিরোধে সিনিয়র ম্যানেজমেন্টের কমপ্লায়েন্স পরিপালন, ব্যামেলকোদের ভূমিকা, ট্রেড অ্যান্ড ক্রেডিটবেজড মানি লন্ডারিংয়ের ধরন, ইমার্জিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, হুন্ডি, গেমিং, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকের শাখা ও বিভাগের অত্যাবশ্যক পরিপালনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা ও পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ করে দেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন আর্থিক খাতে অনিয়ম ও অপরাধ রোধে ব্যাংকগুলোর পক্ষ থেকে জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশন্স শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— কমিউনিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি সাইফুল আলম এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান মোহাম্মদ খাইরুল আলমসহ কমিউনিটি ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সকল শাখার ক্যামেলকোবৃন্দ।
ঢাকা/রফিক