রাজধানীতে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি মারা গেছেন। তাঁদের মধ্যে একজন আজিজুর রহমান (৩৮)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

মৃত্যুর আগে আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী আল মাহমুদুল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার কাকলী পদচারী–সেতুর নিচে আজিজুর রহমান তাঁর মোটরসাইকেলটি নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে সেখান থেকে তাঁকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় আজিজুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েছিলেন। অচেতন থাকায় তাঁর সঙ্গে কোনো কথা বলা সম্ভব হয়নি।  
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.

ফারুক প্রথম আলোকে বলেন, আজিজুলকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর নাম আজিজুর রহমান বলে জানা যায়। তাঁর বাবার নাম মতিয়ার রহমান। আজিজুরের ঠিকানা লেখা রয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে।

এদিকে বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে তেজগাঁও রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বয়স ৩৫ বছর হতে পারে। তাঁর পরনে ছিল কালো জিনস প্যান্ট। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজ জ র রহম ন ম ড ক ল কল জ আজ জ র র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ