আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কী হয়, তা শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে উপলব্ধি করেছেন। কিন্তু সেই উপলব্ধি থেকে তাঁর কন্যা শিক্ষা নেননি। অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে, আমরা যত বড় অবদানই রাখি না কেন, একদিন সবাইকেই আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।’

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

মজিবুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের নেতৃত্বে সংঘটিত হয়নি। সংখ্যার বাহাদুরি দিয়ে গণ-অভ্যুত্থান হয় না। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থান তারই প্রমাণ। শহীদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন, এক আবু সাঈদই সব রাজনৈতিক দলের চেয়ে বড়।

আলোচনা সভায় এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গোলাম ফারুক সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন নগর সদস্যসচিব সৈয়দ আবুল কাশেম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো.

দিদারুল আলম, নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সহসম্পাদক হায়দার আলী চৌধুরী, নগর শাখার যুগ্ম সদস্যসচিব যায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম, যুব পার্টির নগর সমন্বয়ক আব্দুর রহমান, সহসমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলার আহ্বায়ক বোরহান উদ্দিন প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ব র রহম ন

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ