ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) লাগাম টানা না হলে বিরোধীরা বিহার বিধানসভা নির্বাচন বর্জনের রাস্তায় হাঁটতে পারে। বিহারের প্রধান বিরোধী শক্তি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

বিরোধী জোটের অন্য শরিকেরা অবশ্য এখনই এ বিষয়ে মনস্থির করতে রাজি নয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে মামলার রায়ে সুপ্রিম কোর্ট কী বলেন, তা তাঁরা আগে দেখে নিতে চান। চলতি বছরের শেষে বিহার বিধানসভার ভোট।

সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংশোধন নিয়ে মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই। মামলার প্রথম দিনের শুনানিতে প্রকৃত ভোটার নির্ধারণে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডকে নথি হিসেবে মান্যতা দেওয়ার যে পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, ইসি তা নাকচ করে দিয়েছে। সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে ইসি জানিয়েছে, ওই তিন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ, অনেক বিদেশিই অবৈধভাবে ওই সব কার্ড হাসিল করেছে।

বিহারে ইসি যে নিবিড় ভোটার তালিকা সংশোধনপ্রক্রিয়া চালু করেছে, শুক্রবার ২৫ জুলাই তার শেষ দিন। এই দিনের মধ্যেই নির্দিষ্ট নথি জমা দিতে হবে। ইসি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ১ আগস্ট। সময়সীমা শেষ হওয়ার এক দিন আগে ইসির হিসাবে ৬১ লাখ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে। তাঁদের মধ্যে ২১ লাখ ৬০ হাজার জন মৃত, ৩১ লাখ ৫০ হাজার রাজ্য ছেড়ে ‘পাকাপাকিভাবে’ অন্যত্র চলে গেছেন এবং ৭ লাখের নাম দুই জায়গায় নথিবদ্ধ। ইসির দেওয়া তথ্য অনুযায়ী আরও ১ লাখ ভোটারের ‘হদিস’ নেই। এক দিন পর এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা। রাজ্যে মোট প্রাপ্তবয়স্ক ভোটার প্রায় ৮ কোটি।

ইসি এভাবেই লাগামহীন থাকলে ও নিজেদের ইচ্ছেমতো ভোটার তালিকা সংশোধন করলে বিরোধীরা ভোট বর্জনের রাস্তায় হাঁটতে পারে। গত বুধবার আরজেডি নেতা তেজস্বী যাদব প্রথমবার সেই ইঙ্গিত দেন। তিনি বলেন, যেভাবে ভোট চুরির রাস্তায় ইসি হাঁটছে, তার প্রতিকার না হলে ভোট বর্জনের কথা ভেবে দেখা যেতে পারে। এ বিষয়ে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আলোচনার প্রস্তাবও তিনি দিয়ে রেখেছেন।

পরের দিন, বৃহস্পতিবার আরও একবার সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ভোট বর্জন বিকল্প পথ হিসেবে আমরা খোলা রাখছি। সময় এলে সবার সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ভোটার তালিকা সংশোধনের নামে যা চলছে, তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।’

তেজস্বী ভোট বর্জনের ইঙ্গিত দিলেও কংগ্রেস ও বাম শরিকেরা এখনই ওই বিষয়ে ভাবনাচিন্তা করতে প্রস্তুত নয়। সিপিআই (এমএল) লিবারেশন নেতা দীপংকর ভট্টাচার্য, বিহারের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা কৃষ্ণ আল্লাবরুসহ অন্যরা সুপ্রিম কোর্টের রায় দেখে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। কংগ্রেস নেতা বলেছেন, তাঁদের সামনে সব বিকল্পই খোলা আছে। নির্বাচনপ্রক্রিয়া নিরপেক্ষ না হলে উপযুক্ত বিকল্প বেছে নেওয়া হবে। স্পষ্টতই সুপ্রিম কোর্টের রায় ও ইসির চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরা দেখে নিতে চান। ন্যায়বিচারের আশা ছাড়তে এখনই তাঁরা রাজি নন।

ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে বিতর্কে প্রথমবার মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৃহস্পতিবার তিনি বলেন, মৃত ও ‘বিদেশি’ ভোটারদের কোন যুক্তিতে ভোটার তালিকায় রেখে দেওয়া হবে, তা তাঁর বোধোগম্য হচ্ছে না। বৃহস্পতিবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্ন তুলে তিনি বলেছেন, ভোটার তালিকা হলো সফল গণতন্ত্রের ভিত্তি।

বিরোধীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি একেবারেই তোলেনি। আপত্তি দুটি ক্ষেত্রে। প্রথমত, রাজ্য বিধানসভার ভোটের মাত্র ছয় মাস আগে এই বিপুল কাজ এত দ্রুত কেন করা হচ্ছে? কেন মাত্র এক মাসের মধ্যে খসড়া ভোটার তালিকা তৈরি করা হচ্ছে? আগে কেন এই কাজে হাত দেওয়া হয়নি? দ্বিতীয়ত, নাগরিকত্ব প্রমাণের কাজ কেন নির্বাচন কমিশন হাতে নিয়েছে? কমিশনের দেওয়া ভোটার কার্ডের ভিত্তিতে যাঁরা এত দিন ভোট দিলেন, সেই কার্ড কেন প্রকৃত ভোটারের নথি হিসেবে গ্রাহ্য করা হচ্ছে না? কেনই–বা সুপ্রিম কোর্টের সুপারিশ অগ্রাহ্য করা হচ্ছে?

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সব মাধ্যমে কাজ করতে চান জৌপারী

২০১০ সালে ঢাকায় এসেছেন বান্দরবানের মেয়ে জৌপারী লুসাই। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলেন, ঘুণাক্ষরেও অভিনয়ে আসার কথা ভাবেননি। ২০১২ সালে এনটিভির টেলিফিল্ম শেষ বলে কিছু নেই দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান জৌপারী। তখন বিএএফ শাহীন কলেজে পড়তেন। এক বন্ধুর কাছে শুনলেন টেলিফিল্মে এক কিশোরী চরিত্রের জন্য শিল্পী খুঁজছেন নির্মাতা মেজবাউর রহমান। পরে অডিশন দিয়ে টিকে যান।

নিজেকে প্রথমবার ছোট পর্দায় দেখে রীতিমতো আপ্লুত হয়েছিলেন। সেই সময়ের অনুভূতিকে অনেকটা ‘প্রথম প্রেমে পড়ার’ মতো বললেন এই তরুণ অভিনেত্রী। টেলিফিল্মটি প্রচারের পর পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলেন, যেটি তাঁকে অভিনয়ে অনুপ্রাণিত করেছে।


‘রেহানা মরিয়ম নূর’ থেকে ‘আমি বীরাঙ্গনা বলছি’
আবদুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত সিনেমা রেহানা মরিয়ম নূর-এ মিমি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন জৌপারী। এটি ২০২১ সালে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান খেলনাছবির বিজ্ঞাপন করেছিলাম, সেখানে নির্মাতা সাদ ভাইও ছিলেন।’ খেলনাছবির সূত্র ধরেই সিনেমাটিতে কাজের সুযোগ পান তিনি। ২০১৭ সালে সিনেমার সঙ্গে যুক্ত হন, ২০১৮ সালে শুটিং করেন।
জৌপারী লুসাই বলেন, ‘সিনেমাটি করার আগে অভিনয় নিয়ে খুব একটা বুঝতাম না। সিনেমাটি করার পর অভিনয়কে সিরিয়াসলি নিই। তখন মনে হয়েছিল অভিনয় চালিয়ে যাব। সঙ্গে অভিনয় শিখবও।’

আরও পড়ুনশাকিবের ‘তাণ্ডব’, রাজের ‘ইনসাফ’–এ কাজ করা কে এই তরুণ সংগীত পরিচালক২৫ জুন ২০২৫

বঙ্গ অরিজিনাল সিরিজ বিএনজি-তে অভিনয় করে তরুণ দর্শকের কাছে পৌঁছেছেন জৌপারী। আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সারভাইভ-এও মূল চরিত্রে দেখা গেছে তাঁকে। তিনি বলেন, ‘বিএনজি ও সারভাইভ দুটি কাজের জন্যই খুব ভালো রেসপন্স পেয়েছি। দুটি কাজ দেখে অনেকে আমাকে চিনেছেন।’
প্রায় এক যুগের ক্যারিয়ারে কোন কাজটিকে ‘টার্নিং পয়েন্ট’ বলবেন? জৌপারী বলেন, ‘আসলে এটা আমার পক্ষে বলা কঠিন। প্রতিটা কাজই মন থেকেই করি। আমি কাজ করে যেতে চাই, কাজটাকে ভালোবাসি।’
এর মাঝে অভিনয়ে নিজেকে শাণিত করতে নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদের কর্মশালায় অংশ নেন জৌপারী। জামিল আহমেদ নির্দেশিত আমি বীরাঙ্গনা বলছি-এ একজন নির্যাতিতা পাহাড়ি নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

‘পারফেক্ট ওয়াইফ’ ইরা
২২ অক্টোবর মুক্তি পাওয়া চরকির ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ-এ একজন জাপানি তরুণী ইরার চরিত্রে অভিনয় করেছেন জৌপারী। ফিকশনটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ফিকশনটি মুক্তির পর ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে জৌপারী বলেন, ‘আমার পরিচিতদের মধ্যে যাঁরা কাজটা দেখেছেন, তাঁরা সবাই চরিত্রটা পছন্দ করেছেন। অনেকে বলেছেন, তুমি রোবট না মানুষ।’
সেলিমের পরিচালনায় এবারই প্রথম কাজ করেছেন তিনি। কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক ভালো। কারণ, উনি আসলে অ্যাক্টিংটাকে দারুণভাবে ডিল করেন। খুবই আরাম করে আমি কাজ করেছি। অভিনয়ের ক্ষেত্রে পরিচালক অনেক ম্যাটার করে। আবদুল্লাহ মোহাম্মদ সাদ যে রকম আমাকে ছেড়ে দিয়েছিলেন, যেভাবে ইচ্ছা তুমি করো, ঠিক একইভাবে আমি বলব যে এই চরিত্রটা (ইরা) করতে গিয়ে আমি আমার মনে হয়েছে যে আমি আরও বেশি এনজয় করেছি।’

আরও পড়ুনসব ধরনের চরিত্র করতে চান এই তরুণ অভিনেত্রী ৩০ সেপ্টেম্বর ২০২৫

সব মাধ্যমে কাজ করতে চান
ওটিটি, প্রেক্ষাগৃহের সিনেমা থেকে টিভি নাটক—সব মাধ্যমেই কাজ করেছেন জৌপারী। তিনি বলেন, ‘টিভি হোক, ওটিটি হোক কিংবা সিনেমা—সব মাধ্যমেই অভিনয় করতে চাই।’
ক্যারিয়ারের প্রথম সিনেমা রেহানা মরিয়ম নূর-এর পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে এনামুল করিম নির্ঝরের একটি সিনেমার কাজ শেষ করেছেন, তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি।
অভিনয়কে পেশা হিসেবে নিতে চান জানিয়ে জৌপারী বলেন, ‘আমি অভিনয়ের কোন স্টেজে আছি, জানি না। তবে অভিনয়টা আমার প্রফেশন। আমার প্যাশনের জায়গাও। আমি এটা সারা জীবন করে যেতে চাই।’
সামনে কী করছেন? তিনি বলেন, এখনো কোনো কাজ চূড়ান্ত হয়নি, তবে কিছু কাজের কথাবার্তা চলছে। যদি সবকিছু কনফার্ম হয়, তাহলে তো সামনের বছর দেখা যেতে পারে।
জৌপারী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজমে পড়াশোনা করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • অনলাইনে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’ শেষ হচ্ছে আজ, ‘ঘুরে আসুন’ এখনই
  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই ভারতে ফিরতে পারছেন না আইয়ার
  • কুষ্টিয়ায় রেলসেতুর নিচে নারীর মরদেহ, ছেলের দাবি হত্যা
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই
  • অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা, তবে…
  • সব মাধ্যমে কাজ করতে চান জৌপারী