আশুলিয়ায় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
Published: 26th, July 2025 GMT
ঢাকার সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরের মোল্লাপাড়ার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে অভি রহমান, হিন্দুপাড়ার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস ও তৈয়বপুর মধ্যপাড়ার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম।
আরো পড়ুন:
‘জয় বাংলা’ স্লোগানে টিকটক, চট্টগ্রামে ১২ জন আটক
র্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধরের অভিযোগ
পুলিশ জানায়, ভুক্তভোগীর সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে গত রাত ১২টার দিকে ওই শিক্ষার্থীকে শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নেন অভি। পরে সেখানে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা সমিরসহ অভি তাকে পালাক্রমে ধর্ষণ করেন। ভোররাত ৪টার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে থানায় গিয়ে মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘‘দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/সাব্বির/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট