নাম মহেশ তাম্বে। বয়স প্রায় ৪০। এই মিডিয়াম পেসারের নামটা বেশির ভাগ ক্রিকেট সমর্থকদের শোনার কথা নয়। তবে এখন থেকে ফিনল্যান্ডের এই ক্রিকেটারের নামটা মনে রাখতে হতে পারে।

কারণ, বল হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়েছেন এই পেসার। এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে নিয়েছেন ৮ বলের মধ্যে ৫ উইকেট, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

আগের রেকর্ডটি ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের, যিনি ২০২২ সালে জার্মানির বিপক্ষে প্রথম ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নেন রশিদ।

কাল তাল্লিনে ভারতীয় বংশোদ্ভূত এই পেসারকে বোলিংয়ে আনা হয় ম্যাচের ১৭তম ওভারে। তাম্বে নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দেন সাহিল চৌহানকে।

৮মহেশ ৮ বলের মধ্যে নিয়েছেন ৫ উইকেট, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

সাহিল টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান (২৭ বলে)। এই ম্যাচে ১৪ বলে ২৩ রান করেছেন সাহিল। তাম্বে পরের বলেই আউট করেন মোহাম্মদ উসমানকে। এরপর ওভারের শেষ বলে ফেরান ওপেনার স্টেফান গুচকে। নিজের পরের ওভারের প্রথম দুই বলে আউট করেন রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে।

আরও পড়ুনআইপিএলে কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন৩ ঘণ্টা আগে

সব মিলিয়ে তিনি বোলিং করেন ২ ওভার।  ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। তাঁর ৫ উইকেটে ১৪১ রানেই গুটিয়ে যায় এস্তোনিয়া। যে রান ওপেনার অরবিন্দ মোহনের ফিফটিতে ১১ বল আর ৫ উইকেট হাতে রেখে তাড়া করে ফিনল্যান্ড।

তাম্বের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২১ সালে, সুইডেনের বিপক্ষে। এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২৮ উইকেট নেওয়া এই পেসারের গড় ২২.

২৫, ইকোনমি রেট ৬.৮২। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম ৫ উইকেট।

আরও পড়ুনবিসিএলে বিদেশি দল, এনসিএলে কী হবে৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৫ উইক ট ন র কর ড প রথম

এছাড়াও পড়ুন:

থমথমে পরিস্থিতিতে এক পক্ষের বিক্ষোভের ডাক

চট্টগ্রামের রাউজানে গতকাল মঙ্গলবার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ-গোলাগুলিতে অর্ধশত নেতা-কর্মী আহত হওয়ার ২২ ঘণ্টা পরও মামলা করেনি কোনো পক্ষ। ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বিক্ষোভের ডাক দিয়েছে। আজ বুধবার বিকেল চারটায় উপজেলা সদরের মুন্সির ঘাটায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে রাউজানের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেন, তাঁর গাড়িবহরে হামলা করা হয়েছে গিয়াস উদ্দিন কাদেরের নির্দেশে। এতে দুই পক্ষের অর্ধশত নেতা-কর্মী আহত হন।

সংঘর্ষের পর গতকাল রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রাত আটটার দিকে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। জানতে চাইলে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন। এ ছাড়া আরেকটি চিঠিতে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও।
এ ঘটনার পর গোলাম আকবর খোন্দকার পক্ষের লোকজন মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় নতুন করে সহিংসতার আশঙ্কা করছেন উপজেলার বাসিন্দারা।

গোলাম আকবর খোন্দকারের অনুসারী রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁর পা ভেঙে দিয়েছেন গিয়াস কাদেরের লোকজন। গোলাম আকবরকেও তাঁরা গুলি করেছেন। তিনি বলেন, তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আজকের মধ্যে মামলার এজাহার দেওয়া হবে। পাশাপাশি সংবাদ সম্মেলন করে হামলার বিস্তারিত তুলে ধরবেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং উপজেলা বিএনপির প্রচার বিভাগের আহ্বায়ক কাজী সরোয়ার খান প্রথম আলোকে বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় আজ বিকেলে তাঁরা বিক্ষোভ মিছিল করবেন। সেখান থেকে অপপ্রচারের জবাব দেওয়া হবে।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে স্ট্যাটাস, ছবি ও ভিডিও শেয়ার করছেন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। এতে পাল্টা উত্তেজনা ও পুনরায় সহিংস ঘটনা ঘটার পরিবেশ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির তৃণমূলের নেতা–কর্মীরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আজ বেলা একটায় প্রথম আলোকে বলেন, বিএনপির দুই পক্ষের হামলা সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি। মামলা করলে আসামিদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, রাউজানে গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। তিন শতাধিক মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন।

সম্পর্কিত নিবন্ধ