হুট করে সোশ্যাল মিডিয়ায় কোনো বিজ্ঞাপন দেখে বা কোনো ফরোয়ার্ড লিঙ্ক বা মেসেজ থেকে কোনো অ্যাপ কখনও ডাউনলোড না করাই শ্রেয়।

অপরিচিত কোনো অ্যাপ স্মার্টফোনে ডাউনলোডের সময়ে ভালো করে যাচাই করে নিন, ডাউনলোডে কোন কোন তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন। ব্যক্তিগত কোনো তথ্য, যেমন– ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নম্বর, ব্যাংক তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর এমন সব তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন। অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ যাচাই করে নেবেন। এর আগে গ্রাহক অ্যাপটি সম্পর্কে কী রেটিং করেছেন, খারাপ কোনো দিকের কথা উল্লেখ করেছেন কিনা, তা জানা জরুরি।

অ্যাপ নির্মাতা সংস্থার প্রয়োজনীয় তথ্য জানার পরই তা ইনস্টলের চেষ্টা করবেন। নিজের স্মার্টফোনে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যার ঠিকঠাক কাজ করছে কিনা, দেখে নেবেন। ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই সতর্কবার্তা দৃশ্যমান হবে।

হরহামেশা প্রতারক চক্র অনেকাংশে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপ তৈরি করে নতুন কাজের সুযোগ দেওয়ার নাম করে বিশেষ অ্যাপ ডাউনলোডের অনুরোধ করে। ওই ধরনের কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে বলেছেন বিশ্লেষকরা।

কম বিনিয়োগে বেশি মুনাফার প্রলোভন দিয়ে অনেকে ঋণ ঘরানার অ্যাপ ডাউনলোডে উৎসাহিত করে। বুদ্ধি বিবেচনায় এ ধরনের অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকবেন। অনেকে আবার কোনো পরিষেবার ছুতোয় রিমোট অ্যাপ ডাউনলোডের প্রলুব্ধ করে। এসব এড়িয়ে চলাই শ্রেয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অ য প ড উনল ড র

এছাড়াও পড়ুন:

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ৫১।

এদিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এবার মোট ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।

গত ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

সম্পর্কিত নিবন্ধ