Samakal:
2025-10-16@04:20:02 GMT

ট্রাম্পের নোবেল দাবি

Published: 10th, July 2025 GMT

ট্রাম্পের নোবেল দাবি

সম্প্রতি পাকিস্তান সরকার দুই পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ও উত্তেজনা কমাতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছে।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তাঁর বিশেষ দূত মারফত শক্ত ও স্পষ্ট বার্তা ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট একটি যুদ্ধবিরতি চুক্তি চান’ পৌঁছানোর পর ১৯ জানুয়ারি থেকে ১৬ মাস ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর হয়। একই সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন, দায়িত্ব গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ঘটবে। তিনি তাঁর উদ্যোগ ও ঘোষণার বাস্তবায়ন নিশ্চিত করে মানবিক বিপর্যয় থামাতে পারলে নোবেল পুরস্কার দাবি করতে পারতেন। কিন্তু তাঁর দায়িত্ব গ্রহণের পরই বিশ্ববাসী যুদ্ধ বন্ধ বা শান্তি নয়, বরং যুদ্ধের বিস্তৃতি এবং বিশ্বকে অশান্ত করারই যত প্রয়াস দেখেছে। 

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে গাজায় আবার হামলা শুরু করলে নতুন করে ৩৩ হাজার ৫১০ জন হতাহত হয়েছেন। উল্লেখ্য, ৩০ জুন পর্যন্ত মোট নিহত ও আহতের সংখ্যা ছিল যথাক্রমে ৫৬ হাজার ৫১৩ এবং আহত ১ লাখ ৩৩ হাজার ৬৪২, যার ৯০ শতাংশই বেসামরিক মানুষ। তবে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাম্প্রতিক গবেষণায় জানা যায়, আইডিএফের নির্বিচারে হামলায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ৫৬ শতাংশ নারী ও শিশু। 

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল– দুই বছরেরও অধিক সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি। কিন্তু অদ্যাবধি যুদ্ধবিরতির কোনো আভাস দৃশ্যমান নয়। এদিকে প্রায় ৩০ মাস ধরে চলমান যুদ্ধে প্রায় ১০ লাখ মানুষ হতাহত, যার বেশির ভাগ বেসামরিক। দৃশ্যত এ যুদ্ধ বন্ধ করতেও তিনি ব্যর্থ। 

দুটি যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন ও ইসরায়েল-হামাস) চলমান অবস্থায়ই ১৩ জুন ইসরায়েল আকস্মিকভাবে ইরানে আক্রমণ করে। যুক্তরাষ্ট্র এ যুদ্ধ থামানোর পরিবর্তে ২১ জুন তেহরানের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করে, যার নাম দেয় ‘অপারেশন মিডনাইট হ্যামার’। প্রেসিডেন্ট ট্রাম্প ২৪ জুন রাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন। তার আগেই ১২ দিনের যুদ্ধে উভয় পক্ষের ৯৬৫ জন নিহত এবং ৭ হাজার ৯৮৪ জন আহত হন। এ ক্ষেত্রেও ট্রাম্প শান্তি স্থাপনে ব্যর্থ।

দুটি যুদ্ধ দীর্ঘদিন চলমান থাকায় হতাহতের ঘটনা ছাড়াও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত ও উদ্বাস্তু। উপরন্তু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর অভিবাসন ও ভিসানীতি, জন্মসূত্রে নাগরিকত্ব নীতি, বৈদেশিক সাহায্য নীতি, করনীতি ইত্যাদি প্রয়োগের ফলে নিজ দেশ এবং বিশজুড়ে এক অশান্ত পরিস্থিতি বিরাজমান। বুধবার সমকালে প্রকাশিত সংবাদ অনুসারে মেডিকেল জার্নালে দ্য ল্যানসেট প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বিদেশে মানবিক সহায়তার জন্য মার্কিন তহবিলের বেশির ভাগ অংশ হ্রাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে, যার এক-তৃতীয়াংশই শিশু। গবেষণায় বলা হয়, এর ফলে অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য যে ধাক্কা আসবে, তা বিশ্বব্যাপী মহামারি বা বড় সশস্ত্র সংঘাতের কারণ হতে পারে। 

এ সত্ত্বেও ট্রাম্প তাঁর স্বভাবসূলভ ভাষায় দাবি করেছেন, ‘আমি বিশ্বে শান্তি এনেছি। আমার কমপক্ষে চার-পাঁচবার নোবেল পাওয়া উচিত ছিল!’ তবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সফলতার পর বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, বিশেষত ইসরায়েল-হামাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার সরকারের বিভিন্ন বিতর্কিত নীতি ও আদেশ রহিত করে বিশ্বময় শান্তি ও অস্থিরতা প্রশমন করতে সক্ষম হলে তিনি ২০২৬ সালে নোবেল শান্তি পুরস্কার দাবি করতে পারতেন।

এম এ হালিম: সাবেক পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং দুর্যোগ, জলবায়ু ও মানবিকবিষয়ক বিশ্লেষক 
halim_64@hotmail.

com

উৎস: Samakal

কীওয়ার্ড: দ য় ত ব গ রহণ র য ক তর ষ ট র ইউক র ন ইসর য় ল চলম ন

এছাড়াও পড়ুন:

এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
এখন এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন।

পরীক্ষার্থীরা তিনভাবে এইচএসসির ফলাফল জানতে পারছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দেন।

আরও পড়ুনএইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে ৯টি নিয়ম১৪ অক্টোবর ২০২৫

শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে

১.
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।
২.
পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
৩.
নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।
উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দেন।

আরও পড়ুনএসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে১০ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ