আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল তরুণদের কতটা ভোট পেতে পারে– এ নিয়ে সম্প্রতি একটি জরিপ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম। গত সোমবার প্রকাশিত জরিপটিতে অংশ নিয়েছেন ২০০ তরুণ; সবার বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। জরিপের ফল বলছে, আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ৩৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পাবে বিএনপি। ২১ দশমিক ৪৫ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জামায়াতে ইসলামী। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তৃতীয়; ভোট ১৫ দশমিক ৮৪। এ ছাড়া ওই তরুণরা মনে করেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পাবে। অন্যান্য ইসলামিক দলের বাক্সে যেতে পারে ৪ দশমিক ৫৯ শতাংশ ভোট।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাত্র ৯ মাস পর পরিচালিত জরিপটির ফল কৌতূহলোদ্দীপক। যে গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে পুরোনো ব্যবস্থা ভেঙে ‘নতুন বন্দোবস্ত’ সৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি করেছে বলে দাবি করা হলো, তা জরিপে তরুণদের অভিব্যক্তিতে উঠে এলো না কেন? বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ ভোটদানের মধ্য দিয়ে তারা তো মনে হচ্ছে, সেই ‘পুরোনো’ বন্দোবস্তকেই সমর্থন জোগালেন। আরেকটি বিষয় হলো, গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ও কার্যত নতুন বন্দোবস্তের প্রবক্তা এনসিপির সমর্থন জামায়াতে ইসলামীর নিচে কেন? নিজেদেরই সম্ভাব্য ভোটব্যাংকের মধ্যে এমন অবস্থান জনগণের বাকি অংশের মধ্যে তাদের অবস্থান সম্পর্কে কী বার্তা দেয়? 

নিঃসন্দেহে জরিপটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। প্রথমত, এর নমুনার আকার খুবই ছোট; বিশেষত জরিপে অংশগ্রহণকারী জনগোষ্ঠী বা এজ গ্রুপের আকার বিবেচনায়। সরকারি পরিসংখ্যানমতে, ১৫-৩৪ বছর বয়সীরা দেশের মোট জনসংখ্যার ৩৫ শতাংশের বেশি। মোট ভোটারের এক-তৃতীয়াংশেরও বেশি। দ্বিতীয়ত, যদিও জরিপে শহর-গ্রাম ও জেন্ডার অনুপাত ভারসাম্যপূর্ণ (৫০:৫০); জরিপের জন্য আট বিভাগের দুটো করে জেলা এবং প্রতিটি জেলার দুই উপজেলা বাছাইয়ের সময় বিবেচনা কী ছিল, তা পরিষ্কার নয়। এখানে কিন্তু এমন বহু জেলা-উপজেলা আছে, যেখানকার বাসিন্দারা ব্যাপকভাবে বিশেষ কোনো রাজনৈতিক মতের অনুসারী। 

অবশ্য জরিপের এই ফলাফল নিয়ে খোদ সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হানই কিছু সতর্কবাণী দিয়েছেন। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, শুধু ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এই জরিপ পরিচালনা করা হয়েছে। এখানে যে মতামত এসেছে, তা শুধু বাছাই করা তরুণদের মতামত। এটাকে দেশের পুরো জনগোষ্ঠী বা অন্যান্য বয়সের মানুষের মতামত হিসেবে বিবেচনা করা উচিত হবে না। বিশেষত রাজনীতির মতো সংবেদনশীল বিষয়গুলোতে তা সংগত হবে না (প্রথম আলো, ৮ জুলাই, ২০২৫)।

এমন প্রশ্নও করা যেতে পারে, জরিপে উঠে আসা মতগুলো কি সংশ্লিষ্ট তরুণরা ভোটার হিসেবে দিয়েছেন? অর্থাৎ তারা কি বলেছেন, নিজেরা আগামী নির্বাচনে আলোচ্য দলগুলোকে ভোট দেবেন? না, জরিপ প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণরা মনে করেন, সংশ্লিষ্ট দলগুলো আলোচ্য হারে ভোট পেতে পারে। জরিপ প্রতিবেদনেই তো বলা আছে, মত প্রদানকারী তরুণদের ১৩ দশমিক ৯৮ শতাংশ এখনও ভোটার হননি। উপরন্তু এই জরিপে অংশগ্রহণকারী তরুণদের ৭৬ দশমিক ৭৮ শতাংশ আগামী নির্বাচনে ভোট দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। এখনও সিদ্ধান্ত নেননি ৫ দশমিক ৯ শতাংশ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ৪ দশমিক ১৪ শতাংশ। মোট কথা, জরিপে অংশগ্রহণকারী তরুণদের মত কতটা প্রতিনিধিত্বমূলক, সে প্রশ্নও তোলা যায়।

কেউ কেউ জামায়াতে ইসলামীর ভোট ২১ শতাংশ অতিক্রম করা নিয়েও প্রশ্ন তুলতে পারেন। স্বাধীন বাংলাদেশে ধর্মভিত্তিক দলটি বেশির ভাগ নির্বাচনে জোটবদ্ধ ছিল। সেসব নির্বাচনে তাদের ভোট ৫ শতাংশের নিচে ছিল। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে একা লড়ে ৮ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়েছিল। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে দলটি বেশ জোরালো ভূমিকা রেখেছে, ঠিক। এর পর থেকে তার প্রচার-প্রচারণা অবাধে চলছে, এটাও ঠিক। কিন্তু তাতে দলটির ভোট লাফ দিয়ে এতটা বেড়ে যাবে? মনে রাখতে হবে, বর্তমানে অনুকূল পরিস্থিতি পেলেও মহান মুক্তিযুদ্ধকালের ভূমিকা নিয়ে দলটির বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ রয়েছে। এ জন্য দলটির নেতাদের এখনও সমালোচনার মুখোমুখি হতে হয়।

শুধু তা কেন? কত সময়ের মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসবে– এ প্রশ্নও করা হয়েছিল সানেমের জরিপে। এর উত্তরে ৩৯ শতাংশের বেশি বলেছেন, তারা জানেন না। সাড়ে ২২ শতাংশ বলেছেন, কখনোই না। অন্যদিকে মাত্র ১১ শতাংশের কিছু বেশি বলেছেন, পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় আসবে।

যা হোক, পদ্ধতিগতভাবে বা অন্যান্য বিবেচনায় জরিপটির যতই দুর্বলতা থাকুক, অন্তত এনসিপি বিষয়ে তা প্রতিনিধিত্বমূলক। কারণ এনসিপি এ তরুণদেরই দল। তরুণরা তাদের পক্ষে আছেন– এ কথা বলেই দলটির নেতারা দাবি করছেন। পুরোনো দ্বিদলীয় ব্যবস্থার এক পক্ষ আওয়ামী লীগ তো রাজনীতির মাঠছাড়া হয়েছেই; অপরপক্ষ বিএনপিরও একই পরিণতি বরণ করতে হবে। কিন্তু জরিপটি দেখাল বিপরীত বাস্তবতা।

আসলে এই বাস্তবতা চব্বিশের গণঅভ্যুত্থানেরই ফসল। এর বহিরাঙ্গ দেখে বলা যেতেই পারে, তা অতীতের গণঅভ্যুত্থানগুলোর মতো রাজনৈতিক দল বা জোটের নেতৃত্বে সংঘটিত হয়নি। কিন্তু ইতোমধ্যে এ গণঅভ্যুত্থানের বিভিন্ন অংশীজনের আলাপ থেকে এটা পরিষ্কার, আপাত দলবিহীন শিক্ষার্থীরা এর সূচনা ঘটালেও এর মূল শক্তি ছিল বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত তরুণরা। সন্দেহ নেই, এই গণঅভ্যুত্থানে অতীতের যে কোনো আন্দোলনের চেয়ে শিক্ষার্থী-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যাপক ছিল। কিন্তু এর আদি পুঁজি জুগিয়েছিল তৎকালীন সরকারবিরোধী প্রধান রাজনৈতিক দলগুলো। আন্দোলনের প্রবল জোয়ারে ভেসে আসা মানুষের মধ্যে রাষ্ট্র ও সমাজ নিয়ে নানা স্বপ্ন ছিল বটে; রাজনৈতিক দলগুলো মুখে মুখে সেগুলোর মান্যতাও দিয়েছিল। কিন্তু আন্দোলনের রাশ যেহেতু ছিল প্রতিষ্ঠিত শেষোক্তদের হাতে; শেষ হাসিটা তারাই হাসতে চলেছে। অন্যদিকে সময় যত গড়িয়েছে ততই শিক্ষার্থী-জনতা জীবনের রূঢ় বাস্তবতার ধাক্কায় নিজ নিজ ঘরে ফিরে গেছে। 

এনসিপিও একই বাস্তবতা থেকে স্বতন্ত্র পথ ছেড়ে বিএনপির এ মুহূর্তের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি দলগুলোর শক্তির ওপর ভর করে চলার চেষ্টা করছে। এনসিপি নেতারা যে নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াত-হেফাজত ও ইসলামী আন্দোলনের সঙ্গে প্রায় সহমত পোষণ করছে, তা কাকতালীয় নয়। এ দলগুলো আর যাই হোক, বহুলশ্রুত নতুন বন্দোবস্তের দল নয়– তা নিয়েও কি সন্দেহের কোনো অবকাশ আছে?

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত গণঅভ য ত থ ন ব স তবত বল ছ ন দলগ ল দলট র এনস প ইসল ম ব এনপ দশম ক

এছাড়াও পড়ুন:

অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে চাই বৈষম্যের বিলোপ: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রধান বার্তা হচ্ছে রাষ্ট্র ও সমাজে বৈষম্যের বিলোপ ঘটানো। তাই গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সব ধরনের বৈষম্যের বিলোপ ঘটাতে হবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে  রাঙামাটির বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে রাষ্ট্র তার নাগরিকদের ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য অধিকারের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না। গণতান্ত্রিক রাষ্ট্র মানেই অসাম্প্রদায়িক রাষ্ট্র। 

তিন পার্বত্য জেলায় আঞ্চলিক পরিষদসহ জেলা-উপজেলা স্তরে স্থানীয় সরকারে বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান সাইফুল হক। বড়ুয়া সম্প্রদায়ের আট দফা দাবির প্রতিও সমর্থন ব্যক্ত করেন তিনি। 

মিলন বডুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, ভদন্ত অদিতানন্দ মহাথেরো, ত্রিদিব বড়ুয়া টিপু, প্রকাশ কুসুম বড়ুয়া, ধীমান বড়ুয়া, জিনপদ বড়ুয়া, শ্যামল চৌধুরী, জুয়েল বড়ুয়া, শম্ভু বড়ুয়া, অপু বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, জনি বডুয়া প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আমাদের নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম
  • নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজ উদ্বোধন
  • শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ ‘ট্রেলারমাত্র’: তাজুল ইসলাম
  • গণঅভ্যুত্থানে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ ‘ট্রেলারমাত্র’: তাজুল ইসলাম
  • জুলাই গণঅভ্যুত্থানে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে’ গুলি করে পুলিশ: সপ্রানের গবেষণা
  • গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন: নাহিদ
  • সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
  • জুলাই গণঅভ্যুত্থানে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
  • অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে চাই বৈষম্যের বিলোপ: সাইফুল হক