নিখোঁজের এক দিন পর গর্তে মিলল দুই শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের
Published: 6th, August 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মথ বীজকে মুগডাল বলে বিক্রির অভিযোগ, লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বলে বিক্রি অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে শহরের ছয়আনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “টাঙ্গাইলের কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে রং মেশানো মথ বীজ এনে বিভিন্ন বাজারে বিক্রি করছে। এমন অভিযোগে শহরের ছয়আনী বাজারে অভিযান পরিচালনা করে প্রমাণ পেয়েছি। পরে যৌথভাবে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরো বলেন, “এছাড়াও যেসব ডাল বিক্রি করেছেন, তা ফেরত এনে যেখান থেকে ক্রয় করেছেন, ব্যবসায়ীরা সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিয়ে মেমো দেখাতে বলা হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে ক্ষতিকর কেমিক্যাল মেশানো, নকল ভেজাল খাদ্য বিক্রির বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।”
ঢাকা/কাওছার/এস