এশিয়ান কাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের
Published: 7th, August 2025 GMT
ভিয়েনতিয়েনের আকাশে ছিল বাংলাদেশি মেয়েদের বিজয়ের রঙ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই লাওসকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বুধবারের (০৬ আগস্ট) ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা। আর একটি গোল এসেছে মুক্তির পা থেকে।
ম্যাচের ৩৬ মিনিটে শান্তি মার্ডির কর্নার থেকে সাগরিকার হেডে আসে প্রথম গোল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৮ গোল করে আলো ছড়ানো এই তরুণী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু প্রতিভাবান নন, ধারাবাহিকও।
প্রথমার্ধে আরও একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন সিনহা জাহান শিখা। কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে মুক্তির নিখুঁত ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। যদিও ৮৬ মিনিটে লাওস একটি গোল শোধ করে। ইনজুরি টাইমে সাগরিকার দ্বিতীয় গোলটি নিশ্চিত করে বাংলাদেশের জয়।
আরো পড়ুন:
ম্যাচসেরা হয়ে পুরস্কার পেলেন এক বস্তা আলু!
অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে লাওস (১০৭) বাংলাদেশের (১২৮) চেয়ে এগিয়ে থাকলেও মাঠে তার ছাপ ছিল না। এটি ছিল দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। যেখানে বাংলাদেশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
‘এইচ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৮ আগস্ট, প্রতিপক্ষ পূর্ব তিমুর। দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে পূর্ব তিমুরকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে। যা গ্রুপের শক্তির ভারসাম্য বুঝিয়ে দেয়। তবে বাংলাদেশ যদি শীর্ষস্থান ধরে রাখতে পারে, তাহলে ইতিহাস রচনার সম্ভাবনা উজ্জ্বল। এমনকি দ্বিতীয় স্থানে থাকলেও মূলপর্বে খেলার সুযোগ রয়েছে। কারণ, সেরা তিন রানার্স-আপ দল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল আসরে জায়গা পাবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প রথম
এছাড়াও পড়ুন:
কক্সের ব্যাটিং ঝলক আর বোলারদের দাপটে ইংল্যান্ডের সিরিজ জয়
ডাবলিনের মালাহাইড ভিলেজে রোববার (২১ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড। ম্যাচের নায়ক জর্ডান কক্স করেছেন হাফ সেঞ্চুরি। সঙ্গে লিয়াম ডসন, জেমি ওভারটন ও আদিল রশিদের বোলিং জাদুতেই ধরা খেল স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তুলেছিল আয়ারল্যান্ড। ইনিংসের মূল ভরসা ছিলেন গ্যারেথ ডেলানি। শেষদিকে তার ঝড়ো ২৯ বলে অপরাজিত ৪৮ রানে ভর করে লড়াকু সংগ্রহ পায় দল। ইনিংসে ছিল ৪টি চার আর ৩টি বিশাল ছক্কা। ওপেনার রস অ্যাডায়ার ২৩ বলে ৩৩ এবং তিন নম্বরে নামা হ্যারি টেক্টর ২৭ বলে ২৮ রান যোগ করেন। তবে অধিনায়ক পল স্টার্লিংকে দ্রুত ফেরান ডসন। পরে টেক্টরকেও আউট করে ২ ওভারে ৯ রানে ২ উইকেটের বোলিং ফিগার দাঁড় করান তিনি।
আরো পড়ুন:
ভারতকে ১৭২ রানের টার্গেট ছুড়ল পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে ভারত
জেমি ওভারটন তার চার ওভারে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারকে ফিরিয়ে আয়ারল্যান্ডের মিডল অর্ডারে আঘাত হানেন। সবচেয়ে কার্যকরী ছিলেন লেগস্পিনার আদিল রশিদ। ইনিংসের শেষভাগে ৩ উইকেট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ২৯ রানে ৩ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই সিনিয়র ব্যাটার জস বাটলারকে শূন্য রানে ফেরান ব্যারি ম্যাককার্থি। অধিনায়ক জেকব বেথেলও বেশিক্ষণ টিকতে পারেননি, করেন মাত্র ১৫ রান।
তবে একপ্রান্ত আগলে ব্যাট চালান ফিল সল্ট। ২৩ বলে ২৯ রানের ইনিংসে দুই চার ও একটি ছক্কা হাঁকিয়ে গড়েন কক্সের সঙ্গে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। কক্স খেলেন ৩৭ বলে ৫৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস। যেখানে ছিল নিয়ন্ত্রিত শটের ছড়াছড়ি। শেষ পর্যন্ত বেন হোয়াইট তাকে বোল্ড করলেও তখন জয় প্রায় নিশ্চিত।
বাকি কাজটা সেরে দেন টম ব্যান্টন ও রেহান আহমেদ। ব্যান্টনের ২৬ বলে অপরাজিত ৩৭ রানে ভর করে ১৭.১ ওভারেই ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল ইংল্যান্ড।
ঢাকা/আমিনুল