পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫৫ শতাংশ।

রবিবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

৯ মাসে লোকসান থেকে মুনাফায় কাট্টালি টেক্সটাইল

 শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন

তথ্যমতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.

৭৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২৭ টাকা বা ৫২ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬৭ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৩৭ টাকা বা ৫৫ শতাংশ।

‎২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.২৭ টাকায়।

ঢাকা/এনটি/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বছর র

এছাড়াও পড়ুন:

“আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত

আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হলো ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আইইটি) সরকারি হাইস্কুল দাবা টুর্ণামেন্ট ২০২৫।

লজিক অব বাংলাদেশ’র আয়োজনে রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় এই টুর্ণামেন্ট। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় "সুইস সিস্টেম ফরম্যাটে", মোট ৫ রাউন্ডে।

অনুষ্ঠানের "প্রধান অতিথি" হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রভাতি এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক দিলারা পারভীন, এবং বিদ্যুৎ বরুণ সাহা। তারা সবাই শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিনা আক্তার বলেন, “দাবা শুধুমাত্র একটি খেলা নয়, এটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রতিযোগিতা শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও ক্রেস্ট। টুর্নামেন্টে মোট পাঁচ খেলায় চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশফাক শাফিন আহানাফ , প্রথম রানার আপ : আশরাফুল ইসলাম এবং দ্বিতীয় রানার আপ : মোঃ রোহান
আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করবে।

সবশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২৫ সেপ্টেম্বর ২০২৫)
  • প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৫ দাবি ঢাবির বিশ্ব ধর্ম বিভাগের
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, নেবে ৪৫ জন
  • আজ টিভিতে যা দেখবেন (২৪ সেপ্টেম্বর ২০২৫)
  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
  • উসমানে দেম্বেলে: আলো-অন্ধকার পেরিয়ে সোনালি মুকুটে ব্যালন ডি’অর
  • রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
  • সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বারিধারায় ইংরেজি মাধ্যম চালু
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ সেপ্টেম্বর ২০২৫)
  • “আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত