প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ড। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে এ সাক্ষাৎ হয়।

এ অনুষ্ঠানের ফাঁকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন।

অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন।

নিউইয়র্ক সময় সোমবার বেলা তিনটায় এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন উইয়র ক

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আটক ১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়ছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন:

অধ্যাপক ইউনূস নিজের স্বার্থে পার্টিগুলোকে ব্যবহার করছেন, দাবি সামান্তার

প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সাক্ষাৎ

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন সেখানে থাকা প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি। ডিম ছুড়ে মারার ঘটনায় মিজানুর রহমান চৌধুরী নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী বলে জানা যাচ্ছে।

এদিকে, আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় 'দূতাবাসের অব্যবস্থাপনা'কে দায়ী করেছে এনসিপি।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছেন ছয় রাজনৈতিক নেতা। 

বিবিসি বাংলা জানায়, প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউইয়র্কে পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা।

ঘটনার পর নিউইয়র্কে উপস্থিত এনসিপির নেতাকর্মীদের সঙ্গে আখতার হোসেন আওয়ামী লীগবিরোধী স্লোগান দিচ্ছেন এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

সেসময় আখতার হোসেন এনসিপি কর্মীদের সাথে ‘শেখ হাসিনার বিচার চাই’ ‘গণহত্যার বিচার চাই’ ‘ইনকিলাব জিন্দাবাদ’ ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দেন।

সামাজিক মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যায় আখতারের নেতৃত্বে এনসিপি যখন এসব স্লোগান দিচ্ছে, তখন ঠিক রাস্তার আরেক পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা। এরপর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন আখতার হোসেন।

তিনি সেখানে বলেছেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি। ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন।”
আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বিবিসি বাংলা ওই ভিডিওর বর্ণনা দিয়ে লিখেছে,  বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছেন আখতার হোসেন। তার সামনে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। সে সময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে তার ওপর ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়।

এরপর সেখানে উপস্থিত এক ব্যক্তিকে আখতার হোসেনকে ঘিরে দাড়িয়ে তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার সময় রাজনৈতিক নেতৃবৃন্দের এই দলের বাকি সদস্যরা সামনে এগিয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

এ সময় সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নিউইয়র্কের বাংলাদেশি সাংবাদিকেরা।

ঘটনার পর দূতাবাসের অভিযোগের প্রেক্ষিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জনশৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণমূলক আচরণের অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপ: নিন্দা অন্তর্বর্তী সরকারের
  • নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনায় সরকারের গভীর দুঃখ প্রকাশ
  • আখতারের ওপর হামলা: শাস্তির দাবি এনসিপির
  • নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনা নিয়ে ফেসবুকে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া
  • এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়: তাসনিম জারা
  • নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা
  • হাসিনার গুলির সামনে ভয় পাই নাই, ছোড়া ডিমে কিছু যায় আসে না: আখতার হোসেন
  • আখতারকে ডিম ছোড়ার পর যুবলীগের মিজানুর আটক
  • নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আটক ১