রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হঠাৎ করেই ইউক্রেনের সমর্থনে কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেছেন, রাশিয়ার দখলে থাকা নিজেদের সব অঞ্চল ফিরে পেতে পারে কিয়েভ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর নিউইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন।

আরো পড়ুন:

রাশিয়ার ‍বিরুদ্ধে এবার রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ ড্রোন ধ্বংস করল পোল্যান্ড

এর আগে তিনি বারবার ইঙ্গিত দিয়েছিলেন যে, যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছাড়তে হবে। কিন্তু এবার তিনি বলছেন, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে, কিয়েভ তা পুনরুদ্ধার করতে পারবে। ট্রাম্পের মতে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর সমর্থনে ইউক্রেন তা অর্জন করতে পারে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে রাশিয়াকে ‘কাগজের বাঘ’ অ্যাখ্যা দিয়ে বলেন, “পুতিন ও রাশিয়া ভয়াবহ অর্থনৈতিক সমস্যায় রয়েছে। এখন ইউক্রেনেরই সময়।”

পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইউক্রেন এবং রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি জানার এবং সম্পূর্ণরূপে বোঝার পর এবং এর ফলে রাশিয়া যে অর্থনৈতিক সমস্যায় পড়ছে তা দেখার পর, আমার মনে হয় ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়, যুদ্ধ করার অবস্থানে আছে। তাদের সাহায্যে ইউক্রেন তার আসল রূপে ফিরে আসতে পারে।”

ট্রাম্পের মতে, ‘কাগজের বাঘের মতো’ কোনো রকম লক্ষ্য ছাড়াই লড়াই করছে রাশিয়া। তিনি বলেন, “রাশিয়া সাড়ে তিন বছর ধরে লক্ষ্যহীনভাবে লড়াই করে আসছে। এমন একটি যুদ্ধ যেখানে জিততে প্রকৃত সামরিক শক্তির এক সপ্তাহেরও কম সময় লেগেছিল। তা রাশিয়াকে আলাদা করে দেখাচ্ছে না। আসলে, তা তাদেরকে ‘কাগুজে বাঘ’ দেখাচ্ছে।”

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “রাশিয়া এবং ভ্লাদিমির পুতিন বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। তাদের বেশিরভাগ অর্থ ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যয় করা হচ্ছে। এই অবস্থা ইউক্রেন তাদের দেশকে তার আসল রূপে ফিরিয়ে নিতে সক্ষম হবে এবং কে জানে, এমনকি আরো এগিয়ে যেতে পারে! এখন ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময়। যাই হোক না কেন, আমি উভয় দেশের মঙ্গল কামনা করি। আমরা ন্যাটোকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাব যাতে ন্যাটো তাদের সঙ্গে যা চায় তা করতে পারে।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন র

এছাড়াও পড়ুন:

একঝলক (২৪ সেপ্টেম্বর ২০২৫)

ছবি: সাদ্দাম হোসেন

সম্পর্কিত নিবন্ধ