ঢাকা জেলা পুলিশের সেরা তদন্তকারী এসআই কাওছার
Published: 24th, September 2025 GMT
ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে আগস্ট (২০২৫) মাসে পুরষ্কৃত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় দক্ষতার জন্য তাকে সম্মাননা তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার-এসপি মো. আনিসুজ্জামান।
এসময় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগস্ট (২০২৫) মাসে ক্লুলেস মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি এ পুরষ্কার পান।
এসআই এসএম কাওছার সুলতান ২০০২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি ঢাকা জেলা ডিবি, টাঙ্গাইল ডিবি, মিরপুর মডেল থানা, পল্লবী থানা, বনানী থানা ও রোহিঙ্গা ক্যাম্প উখিয়া কক্সবাজারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা জেলা পুলিশের ধামরাই থানায় কৃতিত্বের সাথে কর্মরত রয়েছেন।
এসআই এস এম কাওছার সুলতান বলেন, “এই অর্জন আমার একা নয়, এই অর্জন সকলের। বিশেষত ওসি স্যার মো.
ঢাকা/সাব্বির/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না এটলাস বাংলাদেশ
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
আরো পড়ুন:
পদ্মা অয়েলের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ বিবেচনা করতে পারে সরকার
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.২৩) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.১৭) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/মাসুদ