রাশিয়া জানিয়েছে, তারা অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং তাদের সেনাবাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতি নিয়ে মন্তব্য করার পরের দিন বুধবার মস্কো এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে ইউক্রেন রাশিয়ার দখলকৃত সমস্ত জমি পুনরুদ্ধার করতে পারে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “পুতিন ও রাশিয়া বড় অর্থনৈতিক সমস্যায় পড়েছে এবং ইউক্রেনের এখনই পদক্ষেপ নেওয়ার সময়।”


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের মন্তব্যের জন্য নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার বিষয়টিকে দায়ী করেছেন।

আরবিসি রেডিওর সাথে একটি সাক্ষাৎকারে পেসকভ বলেছেন, “অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কির তৈরি করা বর্ণনা শুনেছেন। এবং স্পষ্টতই এই মুহূর্তে, এই সংস্করণটিই আমরা যে মূল্যায়ন শুনেছি তার কারণ।”

পেসকভ জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে সাফল্য অর্জন করছে। তারা ইচ্ছাকৃতভাবে সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে। 

তিনি বলেছেন, “এটি অবশ্যই আমাদের সামরিক বাহিনীর জন্য একটি প্রশ্ন, তবে সামগ্রিকভাবে - এবং প্রেসিডেন্ট বারবার এটি বলেছেন - আমরা ক্ষয়ক্ষতি কমানোর জন্য খুব সাবধানতার সাথে এগিয়ে যাচ্ছি.

.. (এবং) যাতে আমাদের আক্রমণাত্মক সম্ভাবনা দুর্বল না হয়ে যায়। এগুলো অত্যন্ত ইচ্ছাকৃত পদক্ষেপ।”

তিনি আরো বলেন, “গতিশীলতা, আমি আবারও বলছি, দেখাচ্ছি যে যারা এখন আলোচনা করতে অনিচ্ছুক তাদের জন্য আগামীকাল ও পরশু পরিস্থিতি আরো খারাপ হবে।”

ট্রাম্পের রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বলে যে মন্তব্য করেছেন পেসকভ তা উড়িয়ে দিয়ে বলেছেন, “রাশিয়া ভালুক, বাঘ নয় এবং কাগজের ভালুক বলে কিছু নেই। রাশিয়া তার স্থিতিস্থাপকতা বজায় রাখে। রাশিয়া সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে।”

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন বল ছ ন র জন য প সকভ

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহ জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান

এক ব্যক্তির নামে একাধিক ও অস্তিত্ববিহীন অনেক প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে ময়মনসিংহ জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালামের কাছ থেকে প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে মাঠ-তদন্তে বের হয় দুদকের কর্মকর্তারা। 

আরো পড়ুন:

দুর্নীতি প্রতিরোধে দুদক-টিআইবির ৫ বছর মেয়াদি চুক্তি

বাগেরহাটের দুদক কর্মকর্তা আবুল হাশেম স্ট্যান্ড রিলিজ

ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বুলু মিয়া  বলেন, ‘‘জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুদক। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে নেওয়া হয় ৩৫ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প। একটি ইউনিয়নে জেলা পরিষদ থেকে এত বরাদ্দ কীভাবে গেল, এ নিয়ে প্রশ্ন ওঠে।

দুদকের অভিযান চলাকালে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবীর হেসেন সরদারকে অফিসে পাওয়া যায়নি। 

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত নিবন্ধ