চাকসু নির্বাচন: ২০ মনোনয়নপত্র প্রত্যাহার, বাতিল ৪
Published: 24th, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে, চাকসুতে ১১ ও হল সংসদে ৯ প্রার্থী।
এছাড়া, তথ্যগত ভুল থাকায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
আরো পড়ুন:
গকসু নির্বাচন: ভোটের আগেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
চাকসু নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড.
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছে- সহ সভাপতি (ভিপি), যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদগুলোতে একজন করে মোট সাতজন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দুইজন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে দুইজনসহ চাকসুতে মোট ১১ জন প্রার্থী।
এছাড়া, হল সংসদে আলাওল হল থেকে সহ-সভাপতি (ভিপি), শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস), অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে নির্বাহী সদস্য, বিজয়-২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, শহীদ ফরহাদ হোসেন হলে ভিপি; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, শাহজালাল হলে এজিএস, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদগুলোতে একজন করে মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে আমাদের কাছে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া, তথ্যগত ভুল থাকায় চারজন প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
তিনি বলেন, “গতকাল ও আজ (২৩ ও ২৪ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এরপর থেকে আর কোনো প্রার্থীর মনোনয়ন ফরম প্রত্যাহারের সুযোগ নেই।”
তিনি আরো বলেন, “প্রার্থীদের ডোপ টেস্টের চূড়ান্ত ফলাফল এখনো আমাদের কাছে আসেনি। কাল বা পরশু আসতে পারে। আপাতত আমাদের কাছে পজিটিভ ফলাফলের তথ্য আসেনি। এরপরেও যদি কারো পজিটিভ আসে, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের প্রার্থীতা বাতিল করা হবে।”
আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাকসুর ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন প রক শ
এছাড়াও পড়ুন:
গণভোট সংবিধানে নেই: আমীর খসরু
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘‘বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই। আগামীতে নির্বাচনে পাস করে সংসদে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসতে পারে।’’
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘‘আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন জানি একটা স্বৈরাচারী মনোভাব চলে আসছে। কনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক কিছুই কনসাসের মধ্যে আসেনি, তাই বলে কি আমি মাঠে নামবো? আমি জনগণের কাছে যাব।’’
আমীর খসরু বলেন, ‘‘কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন, এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয় তাহলে সংঘর্ষ বাঁধবে না?’’
তিনি বলেন, ‘‘ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই। চ্যাপ্টার ক্লোজড। আপনার চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি ক্ষমতায় আসেন, এরপরে আপনি পরিবর্তন করুন।’’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘‘চট্টগ্রামে একটা হত্যার ঘটনা ঘটেছে। সেখানে একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অন্তর্কোন্দলের মাধ্যমে ঘটেছে। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে তারা ঘটিয়েছে কিনা এই ঘটনা সেটা আমাদের সন্দেহ।’’
ঢাকা/রায়হান//