চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে, চাকসুতে ১১ ও হল সংসদে ৯ প্রার্থী।

এছাড়া, তথ্যগত ভুল থাকায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন:

গকসু নির্বাচন: ভোটের আগেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

চাকসু নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড.

একেএম আরিফুল হক সিদ্দিকী।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছে- সহ সভাপতি (ভিপি), যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক;   সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদগুলোতে একজন করে মোট সাতজন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দুইজন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে দুইজনসহ চাকসুতে মোট ১১ জন প্রার্থী।

এছাড়া, হল সংসদে আলাওল হল থেকে সহ-সভাপতি (ভিপি), শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস), অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে নির্বাহী সদস্য, বিজয়-২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, শহীদ ফরহাদ হোসেন হলে ভিপি; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, শাহজালাল হলে এজিএস, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদগুলোতে একজন করে মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে আমাদের কাছে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া, তথ্যগত ভুল থাকায় চারজন প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”

তিনি বলেন, “গতকাল ও আজ (২৩ ও ২৪ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এরপর থেকে আর কোনো প্রার্থীর মনোনয়ন ফরম প্রত্যাহারের সুযোগ নেই।”

তিনি আরো বলেন, “প্রার্থীদের ডোপ টেস্টের চূড়ান্ত ফলাফল এখনো আমাদের কাছে আসেনি। কাল বা পরশু আসতে পারে। আপাতত আমাদের কাছে পজিটিভ ফলাফলের তথ্য আসেনি। এরপরেও যদি কারো পজিটিভ আসে, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের প্রার্থীতা বাতিল করা হবে।”

আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাকসুর ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন প রক শ

এছাড়াও পড়ুন:

ব্যালন ডি’অর জয়ে মেসির আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ফ্রান্স

সমস্ত জল্পনা-কল্পনা শেষে উসমান দেম্বেলের হাতেই উঠল ব্যালন ডি’অর ট্রফি। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর ট্রফি জিতলেন এই পিএসজি তারকা। দেম্বেলের আগে ফরাসিদের মধ্যে ব্যালন ডি’অর জিতেছেন রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাপিন, জিনেদিন জিদান এবং করিম বেনজেমা। এই ছয়জন মিলে সব মিলিয়ে ব্যালন ডি’অর জিতেছেন ৮ বার। যেখানে মিশেল প্লাতিনি একাই জিতেছেন ৩ বার এবং বাকিরা একবার করে।

আর ৮ বার ব্যালন ডি’অর জেতার মধ্য দিয়ে দেশ হিসেবে সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ে ফ্রান্স ছুঁয়ে ফেলল আর্জেন্টিনাকে। ফ্রান্স ও আর্জেন্টিনা সমান ব্যালন ডি’অর জিতলেও, দুই দেশের জেতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে।

ফ্রান্সের হয়ে ৬ জন মিলে যেখানে আটবার জিতেছেন, সেখানে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি একাই জিতেছেন আটবার। যা এককভাবে কোনো ফুটবলারের সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ের রেকর্ডও বটে।

আরও পড়ুনকান্নায় ব্যালন ডি’অর বরণ দেম্বেলের৪ ঘণ্টা আগে

মেসি প্রথম ব্যালন ডি’অর জেতেন ২০০৯ সালে। এরপর ২০১০ থেকে ২০১২ পর্যন্ত টানা আরও তিনটি ব্যালন ডি’অর জেতেন তিনি। মাঝে তিন বছরের বিরতি দিয়ে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফিটি মেসি জেতেন ২০১৫ সালে। পরবর্তী তিনটি ব্যালন ডি’অর মেসি জেতেন ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে।

অন্য দিকে ফ্রান্সের হয়ে প্রথম ব্যালন ডি’অর জেতেন রাইমন্ড কোপা। এরপর ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে হ্যাটট্রিক ট্রফি জেতেন মিশেল প্লাতিনি। জ্যাঁ পিয়েরে পাপিন জেতেন ১৯৯১ সালে।

অষ্টম ব্যালন ডি’অর হাতে লিওনেল মেসি

সম্পর্কিত নিবন্ধ

  • চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৯০৭ জন, প্রত্যাহার করেছেন ২০ জন
  • বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু, অচল হংকং
  • নিউইয়র্কের রাস্তায় আটকা পড়ে ট্রাম্পকে ফোন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর
  • ‘সারা জীবনের লক্ষ্য হলো মৃত্যু’
  • চাকসু: ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
  • চাকসু নির্বাচন তিন দিন পেছাল, নতুন তারিখ ১৫ অক্টোবর
  • ব্যালন ডি’অর জয়ে মেসির আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ফ্রান্স
  • নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন ৩৮৫ শিক্ষার্থী 
  • হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন ২১ নারী