মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগমকে (৬০) নির্জন ঘরে গলাকেটে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মাদারীপুর র‌্যাব-৮ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর চরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল মাহমুদ (৩০) ঢাকার শেওড়াপাড়া এলাকার মৃত কাজী কেরামত আলীর ছেলে। তিনি বৃদ্ধা রানু বেগমের ঘরের একটি কক্ষে ভাড়া থাকতেন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নিজ ঘর থেকে রানু বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রানু বেগম ওই এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী। তিনি ঘরে একা থাকতেন।

মাদারীপুর র‌্যাব ৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, হত্যা মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামি রাসেল মাহমুদ গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ক্ষোভ থেকে বৃদ্ধাকে হত্যা করেছেন বলে আসামি জানিয়েছেন।

রানু বেগমের এক ছেলে চাকরির সুবাধে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ২২ সেপ্টেম্বর সকালে ফোনে তার মাকে না পেয়ে প্রতিবেশীদের জানালে তারা রানু বেগমের রক্তাক্ত নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

এই ঘটনায় নিহতের ছেলে খোকন হাওলাদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

র‌্যাব জানিয়েছে, ৯ মাস আগে রাসেল মাহমুদ ওরফে সবুজ বৃদ্ধা রানু বেগমের বাসার একটি কক্ষ ভাড়া নেন। এরপর পর রানু বেগমের ঘরে চুরি হলে রাসেলকে সন্দেহ করতে শুরু করেন রানু বেগম। চার মাস ভাড়া থাকার পর এক পর্যায়ে এ নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে রাসেল মাহমুদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ থেকে গত ২২ সেপ্টেম্বর সকালে ধারালো কাঁচি দিয়ে হাত ও গলাকেটে রানু বেগমকে হত্যা করেন তিনি।  

ঢাকা/বেলাল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর ব গম র শ বচর

এছাড়াও পড়ুন:

থমকে গেল গায়ক পলাশ ও ক্রিকেটার স্মৃতির বিয়ের সানাই

ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। কয়েক দিন আগে তার দল বিশ্বকাপ জিতেছে। এ আনন্দের রেশ না কাটতেই বিয়ের পিঁড়িতে বসেছেন। তার বর অন্য কেউ নন, বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। রবিবার (২৩ নভেম্বর) এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। ফলে বিয়ের আনন্দে মেতেছিলেন এই প্রেমিক যুগল। 

সাংলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের উৎসব চলছিল। স্মৃতি-পলাশের বিয়ের আনন্দে বিষাদের ছায়া নেমেছে; থমকে গিয়েছে বিয়ের সানাইয়ের সুর। কারণ স্মৃতির বাবা শ্রীনীবাসা মান্ধানার হার্ট অ্যাটাক হয়েছে। খবর ইন্ডিয়া ডটকমের।  

আরো পড়ুন:

দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহরুখ খানের বক্তব্য

সাঁইত্রিশে গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল

পরিবারের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রীনিবাস মান্ধানাকে দ্রুত সাংলির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। স্মৃতি ও তার ঘনিষ্ঠ আত্মীয়রা হাসপাতালে রয়েছেন। 

স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা বলেন, “আজ সকালে নাশতা করার সময় স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হয়ে পড়েন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু তার অবস্থা খারাপ হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।” 

আজ বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ তথ্য জানিয়ে তুহিন মিশ্রা বলেন, “আপনারা জানেন, স্মৃতি তার বাবার খুব কাছের মানুষ। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আজকের নির্ধারিত বিয়েটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। এখন তিনি হাসপাতালে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমরাও খুব মর্মাহত। আমাদের একটাই চাওয়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।” 

রবিবার (২৩ নভেম্বর) সাংলিতে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও ভক্তদের উপস্থিতিতে স্মৃতি-পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। ভারতীয় নারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও স্মৃতির সঙ্গে ছিলেন। গত কয়েক দিনে দম্পতির জমকালো, চলচ্চিত্রের মতো সাজানো প্রি-ওয়েডিং অনুষ্ঠানের বহু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিয়ের সেই সাজসজ্জা এখন খুলে ফেলা হচ্ছে। বিয়ের জন্য আরো কিছুটা সময় তাদের অপেক্ষা করতে হবে বলে জানা গেছে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ