ইবিএল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের চুক্তি স্বাক্ষর
Published: 30th, September 2025 GMT
ডিজিটাল পদ্ধতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স সংগ্রহের জন্য প্রয়োজনীয় সিস্টেম বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। এ বিষয়ে সম্প্রতি চট্টগ্রামে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর ফলে সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা আরও সুবিধাজনক, স্বচ্ছ ও গতিশীল হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাৎ হোসেন এবং ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আহমেদ শাহীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অর্থহীনের অ্যালবামে সুমনের পুত্র আহনাফ
প্রায় তিন বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিল অর্থহীন। গতকাল সকালে ঢাকার এক রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ব্যান্ডটি জানিয়েছে, ১৭ অক্টোবর প্রকাশিত হবে ফিনিক্সের ডায়েরি ২। ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাবে। এর মধ্যে ২ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’।
সংবাদ সম্মেলনে ব্যান্ডের প্রতিষ্ঠাতা, বেজ গিটারিস্ট, ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘গানগুলো শুধু আগের শ্রোতারাই পছন্দ করবে—এমন নয়; জেন–জি, জেন–আলফা বা পরবর্তী প্রজন্মের কাছেও এর আকর্ষণ থাকবে।’
অর্থহীন জানিয়েছে, অ্যালবামটিতে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। আগের অ্যালবামের তুলনায় এটি আরও বেশি সমৃদ্ধ।
অ্যালবামটি সংগীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলকে উৎসর্গ করা হয়েছে। এতে গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি, বেজ গিটারিস্ট বাবি লুইস ও ‘বেজবাবা’ সুমনের পুত্র আহনাফের সঙ্গে কোলাবরেশন করেছে অর্থহীন।
সংবাদ সম্মেলনে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে ব্যান্ডের বাকি দুই সদস্য ড্রামার মার্ক ডন ও গিটারের এহতেশাম আলী উপস্থিত ছিলেন