কুমিল্লায় চোর সন্দেহে নুরে আলম (২০) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত শনিবার (৪ অক্টোবর) সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে তাকে নির্যাতন করা হয়।

এ ঘটনার একটি ভিডিও রবিবার (৫ অক্টোবর) সকালে ফেসবুকে ভাইরাল হয়। পরে পুলিশ আবুল হাসেম নামে একজনকে আটক করে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় আটকে রাখা যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

রামগঞ্জে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় মামলা

পুলিশ জানায়, নির্যাতনের শিকার নুরে আলমের পরিবারের সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে শনিবার মধ্যরাতে মুরগি চুরি করতে এসেছে সন্দেহে নুরে আলমকে আটক করে বাড়িতে নিয়ে যান আবুল হাসেম। সকালে বাড়ির গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন চালান সোহেল ও স্বপন। পরে পরিবারের লোকজন এসে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন বলেন, “রবিবার ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পরই পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নির্দেশ দাতা আবুল হাসেমকে আটক করেছি। জমি নিয়ে দুই পরিবারের বিরোধের জের মুরগী চোর সন্দেহে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আহত যুবক বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতনে সরাসরি জড়িত দ্ইু ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ পর ব র র সন দ হ

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় এনসিপির নেতার বাড়ির ফটকে আগুন

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে দাবি প্রীতমের।

প্রীতম সোহাগ বলেন, ‘রোববার রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। এ ছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটারের ক্ষতি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়।’

আগুনের বিষয়টি আজ সোমবার সকাল ছয়টার দিকে টের পেয়েছেন জানিয়ে প্রীতম বলেন, ‘গতকাল রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানান যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাতো ভাই এনামুল হকের মুদিদোকান আছে। তিনি আমার বাড়ি থেকে একটি মোটরসাইকেলে তিনজনকে বের হতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়।’

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ