কত ভোটে কারা বিসিবির পরিচালক হলেন
Published: 6th, October 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হলো আজ রবিবার। সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড়, ধনী ক্রীড়া সংস্থার পরবর্তী চার বছরের নীতিনির্ধারক নির্বাচন হলো আজ।
প্রাথমিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন, ‘‘আমাদের মোট ১৫৬টি ভোট ছিল। ১৫৬ ভোটের মধ্যে প্রদত্ত ভোট ১১৫টি। অর্থাৎ ভোট প্রদানের হার ৭৩.
আরো পড়ুন:
পরিচালক হলেন পাইলট
ভোট দেননি তামিম
ক্যাটাগরি–১, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা:
ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম (১৫), নাজমুল আবেদীন (১৫)।
রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান (৭)।
রংপুর বিভাগ: হাসানুজ্জামান (৭)
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
চট্টগ্রাম বিভাগ বিজয়ী: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর।
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান।
সিলেট বিভাগ: রাহাত শামস।
বরিশাল বিভাগ: শাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি–২: ক্লাব ও প্রতিষ্ঠানের প্রতিনিধি
ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), শানিয়ান তানিম (৪২), মোখছেদুল কামাল (৪১), এম. নাজমুল ইসলাম (৩৭), ফারুক আহমেদ (৪২), মনজুর আলম (৩৯), মেহরাব আলম চৌধুরী (৪১) ও ইফতেখার রহমান মিঠু (৩৪)।
ক্যাটাগরি–৩: বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সার্ভিসেস দল
খালেদ মাসুদ পাইলট (৩৫)।
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক:
এম. ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রদত ত ভ ট রহম ন
এছাড়াও পড়ুন:
১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল...
অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।
নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।
চঞ্চল চৌধুরী। কবির হোসেন