বন্দরে অটোচালক আরমানের ঝুলন্ত লাশ উদ্ধার
Published: 6th, October 2025 GMT
বন্দরে অটোচালক আরমান (৪২) এর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে স্থানীয় এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
আত্মহত্যাকারী আরমান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ্বরী এলাকার আসাদুল্লাহ মিয়ার ছেলে। গত রোববার (৬ অক্টোবর) রাতে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আত্মহত্যাকারী অটোচালকের পরিবারের তথ্য সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০ বছর পূর্বে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকার আলী আকবর মিয়ার মেয়ে আকলিমা বেগমের সাথে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ্বরী এলাকার আসাদুল্লাহ মিয়ার ছেলে আরমানের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
পারিবারিক কলহের জের ধরে গত রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টায় উল্লেখিত স্বামী/ স্ত্রী মধ্যে ঝগড়া হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে অটোচালকের স্ত্রী ক্ষোভ প্রকাশ করে তার পিত্রালয়ে চলে গেলে এ ঘটনায় অটোচালক আরমান ওই দিন রাতে যে কোন সময়ে মনের ক্ষোভে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে সকাল পেরিয়ে দুপুর বেলা পর্যন্ত আরমান তার ঘর না খুললে ওই সময তার পিতা আসাদুল্লাহ মিয়া তার ছেলেকে ডাকতে গিয়ে দেখে তার ছেলে আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল শ উদ ধ র আরম ন
এছাড়াও পড়ুন:
১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল...
অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।
নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।
চঞ্চল চৌধুরী। কবির হোসেন