ইন্দোরের গরম বিকেলে দক্ষিণ আফ্রিকার হয়ে এক ঠাণ্ডা মাথার ঝড় তুললেন তাজমিন ব্রিটস। ৩৪ বছর বয়সেও যেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এই ব্যাটার খেললেন এক অনবদ্য ইনিংস, ৮৭ বলে ১০১ রানের ঝলমলে সেঞ্চুরি। যা শুধু জয় এনে দেয়নি, ইতিহাসও লিখে দিয়েছে নতুন করে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রিটস ও লুইসের ব্যাটে ভর করে ৪০.

৫ ওভারে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা নারী দল। এটি ছিল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এর সপ্তম ম্যাচ। কিন্তু তাজমিন ব্রিটসের ইনিংস এটিকে পরিণত করেছে এক স্মরণীয় অধ্যায়ে।

আরো পড়ুন:

লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগি

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন সালিম

এই ইনিংস খেলার মাধ্যমে ব্রিটস ভেঙে ফেললেন ভারতের স্মৃতি মান্ধানার রেকর্ড, এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির। এটি ছিল ২০২৫ সালে তার পঞ্চম সেঞ্চুরি। আর সর্বমোট সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। তাও মাত্র ৪১ ইনিংসে। যা তাকে করে তুলেছে ইতিহাসের দ্রুততম নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছোঁয়ার অধিকারী। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের (৪৪ ইনিংসে ৭ সেঞ্চুরি)।

ব্রিটসের ইনিংসটি আরও বিশেষ হয়ে ওঠে তার পার্টনার সুনে লুইসের সঙ্গে ১৫৯ রানের অসাধারণ জুটিতে। সেই জুটিই আসলে ম্যাচের ভাগ্য গড়ে দেয়। যেখানে ধীরে ধীরে নিউ জিল্যান্ডের আশা হারিয়ে যেতে থাকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দৃঢ়তায়। ব্রিটস ৮৯ বলে ১৫টি চার ও ১ ছক্কায় ১০১ রান করে আউট হলেও লুইস ১০টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আজকের ইনিংসের মাধ্যমে তাজমিন ব্রিটস যেন বয়স ভুলে গেছেন। ৩৪ বছর বয়সেও ব্যাটে তার সেই তেজ, টেম্পারামেন্ট আর আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। আগ্রাসন আর স্থিরতা; দুটোকেই তিনি একসঙ্গে নিয়ে এগিয়েছেন। যে পিচে নিউ জিল্যান্ড ব্যাটাররা হিমশিম খেয়েছেন, সেখানে ব্রিটস খেললেন এমন এক ইনিংস, যা ছিল নিখুঁত ব্যাটিংয়ের পাঠ। এটি তার শেষ পাঁচ ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি। যা এক অভূতপূর্ব ধারাবাহিকতা এবং যা নারী ক্রিকেটে খুব কমজনই দেখাতে পেরেছেন।

এই ইনিংস কেবল রেকর্ড নয়, দক্ষিণ আফ্রিকা নারী দলের জন্য এক মানসিক উত্থান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ৬৯ রানে গুটিয়ে যাওয়ার পর সমালোচনায় মুখ থুবড়ে পড়েছিল তারা। কিন্তু ব্রিটসের এই ব্যাটিং দলটিকে ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাসের জায়গায়। তার ব্যাটে যে দৃঢ়তা, যে তাড়না; তা পুরো দলের ভেতর নতুন এক প্রাণসঞ্চার করেছে।

নিউ জিল্যান্ড ম্যাচটি শুরু করেছিল বেশ দৃঢ়ভাবে। একসময় তাদের স্কোরবোর্ডে ৩ উইকেটে ছিল ১৮৭ রান। মনে হচ্ছিল বড় সংগ্রহ আসছে। কিন্তু আফ্রিকান স্পিনার ননকুলুলেকো ম্লাবার নেতৃত্বে বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত কিউই নারীরা অলআউট হয় ২৩১ রানে। শেষ ৭ উইকেট তারা মাত্র ৪৪ রানের ব্যবধানে। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৫ রান করেন সোফি ডিভাইন। ৪৫ রান আসে ব্রুকি হ্যালিডের ব্যাট থেকে। এছাড়া জর্জিয়া পিলমার ৩১ ও অ্যামেলিয়া কের করেন ২৩ রান।

বল হাতে দক্ষিণ আফ্রিকার ম্লাবা ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪টি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে দক্ষিণ আফ্রিকার অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। ৬ উইকেটে জয়, হাতে রইল আরও ৯.১ ওভার।

এ নিয়ে প্রথম দুই ম্যাচেই হার মানল নিউ জিল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচ বাজেভাবে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র টস র র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কোর্স-২০২৫-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন।

আরো পড়ুন:

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: ফিল্ড মার্শাল মুনির

১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি কোর্স-২০২৫-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সামরিক শিক্ষায় উৎকর্ষের স্তম্ভ হিসেবে ডিএসসিএসসির ভূমিকার কথা উল্লেখ এবং নেতৃত্ব গঠনে প্রতিষ্ঠানের প্রতি জাতির আস্থা পুনর্ব্যক্ত করেন।

গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে এই কোর্সে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্প দেশের অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি তিনি শীর্ষস্থানীয় সামরিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএসসির আন্তর্জাতিক সুনামেরও প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দীর্ঘ এক বছর কঠোর প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ বাহিনীকে আরো শক্তিশালী করবে।”

তিনি কোর্সের সফলতা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহিনী সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সব অংশীজনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিএসসিএসসি কোর্স ২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন এবং বিমান বাহিনীর ৩৬ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

এছাড়া বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক ও উগান্ডা থেকে আগত ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। সব মিলিয়ে এ বছর মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এতে বাংলাদেশ পুলিশের একজনসহ মোট ১৪ জন নারী কর্মকর্তা গ্র্যাজুয়েশন অর্জন করেন, যা নারীর অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫,৩২৯ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ কর্মকর্তা এবং বন্ধুপ্রতিম ৪৫ দেশের ১,৪৬৫ জন বিদেশী সামরিক কর্মকর্তাসহ মোট ৬,৮১৪ জন অফিসার এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা (চাকরিরত ও অবসরপ্রাপ্ত), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক এবং বিভিন্ন দেশের মিলিটারি বা ডিফেন্স অ্যাটাচি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ডাম্বহেড’ বলে কটাক্ষ করা মেক্সিকোর সেই ফাতিমা বশ জিতলেন মিস ইউনিভার্স ২০২৫–এর মুকুট
  • মিস ইউনিভার্স ২০২৫: ফাইনালে ৩০ থেকে সেরা ১২–তে আসার পথেই ছিটকে পড়ল বাংলাদেশ, ভারত। কারা হলেন সেরা পাঁচ
  • আজ টিভিতে যা দেখবেন (২১ নভেম্বর ২০২৫)
  • করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
  • দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
  • মিস ইউনিভার্স ২০২৫: ইভনিং গাউন সেশনে মিথিলা, দেখুন ১৫টি ছবি
  • সমতা লেদারের নয় মাসে লোকসান বেড়েছে ৩৩.৩৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৫)
  • মিস ইউনিভার্স ২০২৫: ন্যাশনাল কস্টিউম রাউন্ডের ২২টি ছবি
  • সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ প্রধান উপদেষ্টার