পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকীর ঘোষিত কুপন বা মুনাফা বন্ডহোল্ডারদের (ইউনিটহোল্ডার) দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৩ মার্চ থেকে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর মেয়াদের জন্য এ কুপন রেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দিলেন ওয়াজিদ

নগদ লভ্যাংশ দিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি চলতি বছরের অর্ধবার্ষিকী (২৩ মার্চ, ২০২৫ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৫) পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার ঘোষণা দিয়েছিল। বন্ডটির মুনাফাপ্রাপ্তির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ১১ সেপ্টেম্বর।

ঢাকা/এনটি/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (৪ অক্টোবর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কমিটিতে থাকতে পারে এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের কারণে আগে-ভাগেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন রাবির ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা।

আরো পড়ুন:

খুবিতে পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

রাস্তা বন্ধ করে দেওয়ায় বিচ্ছিন্ন মাদ্রাসা, দুর্ভোগে শিক্ষার্থীরা

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা একাধিক শিক্ষক যারা এ বছরের কমিটিতেও থাকতে পারেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রমজান শুরু হবে। তাই এ বছর জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা শুরু করার চিন্তা-ভাবনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবারের ভর্তি পরীক্ষা জানুয়ারির ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে হতে পারে—এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নেওয়া হয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ‘শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’
  • নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন চলছে, পদ ৬৭
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (৬ অক্টোবর ২০২৫)
  • বিসিটিআইয়ের স্বল্পমেয়াদি কোর্সের সনদ প্রদান
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স, সিজিপিএ ২.৫০ লাগবে
  • আজ টিভিতে যা দেখবেন (৫ অক্টোবর ২০২৫)
  • আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫
  • রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি