ফতুল্লায় ড্রামের ভেতর লাশ
Published: 7th, October 2025 GMT
ফতুল্লার উত্তর শিয়াচরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনে পরিত্যাক্ত ঝোপের ভিতরে একটি ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।
জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাওয়া মার্কেটের পেছনের এক পরিত্যক্ত স্থানে স্থানীয়রা একটি ড্রামের ভিতরে অচেতন অবস্থায় মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মৃতদেহটি হয়তো গতরাতের(সোমবার) কোন এক সময়ে ড্রামের ভিতরে করে মৃতদেহটি ঝোপের ভিতরে ফেলে রেখে যায়। আশেপাশের এলাকাবাসী গন্ধ পাওয়ার পর পুলিশকে অবহিত করে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মৃতদেহের পরিচয় শনাক্ত করতে ও হত্যার কারণ উদঘাটন করতে তৎপর।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার কর্মকর্তা উপ পরিদর্শক রেহানুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ড্রামের ভিতরে থাকা দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। অন্য কোথাও হত্যা করে নিহতের মৃত দেহটি ড্রামের ভিতরে করে এখানে ফেলে রেখে গেছে। “আমরা ঘটনাস্থল থেকে কিছু প্রাথমিক আলামত সংগ্রহ করেছি। তদন্ত চলছে এবং শীঘ্রই মৃতদেহের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কিত তথ্য জানানো হবে।”
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচারের আশা করছেন।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ড র ম র ভ তর
এছাড়াও পড়ুন:
দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদ করতে বিশেষ নির্দেশনা
অনলাইন কার্যতালিকার ব্যবস্থার উন্নয়ন করা হলেও দেশের প্রতিটি জেলার আদালতগুলোতে কার্যতালিকার তথ্য প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে না। এমন প্রেক্ষাপটে বিচারব্যবস্থা আধুনিকায়ন ও বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম (কার্যতালিকা ব্যবস্থা) নিয়মিত যথাযথভাবে হালনাগাদ করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ নির্দেশনাসংবলিত সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
দেশের সব আদালতের দৈনিক কার্যতালিকা শতভাগ অনলাইনে প্রদানবিষয়ক সার্কুলারটি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশ অনুসারে এ সার্কুলার জারি করা হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা সার্কুলারের ভাষ্য, সম্প্রতি এই কোর্টের (হাইকোর্ট বিভাগ) নজরে এসেছে যে অনলাইন কজলিস্ট সিস্টেম পরিপূর্ণভাবে ডেভেলপ করা হলেও দেশের প্রতিটি জেলার আদালতগুলোতে কার্যতালিকার তথ্য প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে না। যার কারণে বিচারপ্রার্থী জনগণকে তাঁদের নিজ নিজ মামলা সম্পর্কে তথ্য জানার জন্য আদালতে আসতে হচ্ছে। ফলে বিচার বিভাগ থেকে সেবাগ্রহীতারা বিচার বিভাগ-সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তিতে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক।
সার্কুলারে বলা হয়, আরও নজরে এসেছে যে বিচারব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজীকরণের লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদকরণের জন্য এই কোর্ট থেকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হলেও ওই নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না। এমতাবস্থায় বিচারব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজীকরণের লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত যথাযথভাবে হালনাগাদকরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হলো।