Narayanganj Times:
2025-11-24@16:05:11 GMT

ফতুল্লায় ড্রামের ভেতর লাশ

Published: 7th, October 2025 GMT

ফতুল্লায় ড্রামের ভেতর লাশ

ফতুল্লার উত্তর শিয়াচরে ড্রামের ভেতর থেকে   অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার  তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনে পরিত্যাক্ত ঝোপের ভিতরে একটি ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।

 

জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাওয়া মার্কেটের পেছনের এক পরিত্যক্ত স্থানে স্থানীয়রা একটি ড্রামের ভিতরে অচেতন অবস্থায় মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মৃতদেহটি হয়তো গতরাতের(সোমবার) কোন এক সময়ে ড্রামের ভিতরে করে মৃতদেহটি ঝোপের ভিতরে ফেলে রেখে যায়।  আশেপাশের এলাকাবাসী গন্ধ পাওয়ার পর পুলিশকে অবহিত করে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মৃতদেহের পরিচয় শনাক্ত করতে ও হত্যার কারণ উদঘাটন করতে তৎপর।

 

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার কর্মকর্তা উপ পরিদর্শক রেহানুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ড্রামের ভিতরে থাকা দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। অন্য কোথাও হত্যা করে নিহতের মৃত দেহটি  ড্রামের ভিতরে করে এখানে ফেলে রেখে গেছে। “আমরা ঘটনাস্থল থেকে কিছু প্রাথমিক আলামত সংগ্রহ করেছি। তদন্ত চলছে এবং শীঘ্রই মৃতদেহের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কিত তথ্য জানানো হবে।”

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচারের আশা করছেন।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ড র ম র ভ তর

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার শ্বাসকষ্ট, দোয়া চাইল বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর বুকে সংক্রমণ ও হৃদরোগের সমস্যা রয়েছে। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

সম্পর্কিত নিবন্ধ