জুবিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, স্ত্রীর ক্ষোভ-প্রশ্ন
Published: 7th, October 2025 GMT
ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান এই গায়ক। সময় যত গড়াচ্ছে, তার মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। নানা ধরনের সন্দেহ দানা বাঁধছে। প্রাথমিক বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের মৃত্যু হয়েছে। পরে দাবি করা হয়, স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে তার।
জুবিনের মৃত্যুর পর সিঙ্গাপুরে তার ময়নাতদন্ত হয়েছে। এ রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি বলেই দাবি। সেই রিপোর্টও ভারতে পাঠানো হয়েছে। জুবিনের মরদেহ ভারতে আনার পর আসাম সরকারও গায়কের ময়নাতদন্ত করেছে। তবে এই ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। ফলে বরেণ্য এই শিল্পীর মৃত্যুর আগে এবং পরে ঠিক কী ঘটেছিল, তা-ও স্পষ্ট নয়। ক্রমশ প্রশ্ন জন্ম নিচ্ছে।
আরো পড়ুন:
তিস্তাপাড়ে দুর্ভোগ কমেনি, পুনর্বাসনে নেই কার্যকর পদক্ষেপ
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন সালিম
এদিকে, জুবিনের দলের সদস্য শেখর জ্যোতি গোস্বামীর কিছু বক্তব্য আরো জটিলতা তৈরি করেছে। তার দাবি—“বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে জুবিনকে।” এ-ও দাবি করেছেন—“মৃত্যুর আগের রাতে জুবিনকে মদ পান করানো হয়েছিল।”
শেখরের এসব বক্তব্য নিয়ে কথা বলেছেন জুবিনের স্ত্রী গরিমা। তার প্রশ্ন, “শেখর (জুবিনের গানের দলের সদস্য শেখর জ্যোতি গোস্বামী) যদি সব দেখে থাকে, তা হলে ও কেন কিছু করল না?” ক্ষোভ উগড়ে গায়কের স্ত্রী বলেন, “সে দিন কী ঘটেছে, আমি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই। এটা আমার জানা দরকার।”
জুবিনের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন গরিমা। তার ক্যাপশনে তিনি লেখেন, “এটাই জীবনের শেষ। কিন্তু আমরা আবার একত্রিত হব, খুব শিগগির গোল্ডি (জুবিনকে তার পরিবারের সদস্যরা এই নামেই ডাকতেন)।”
জুবিন কেন চলে গেলেন, সেই প্রশ্নের উত্তর চান গরিমা। তা উল্লেখ করে জুবিনের স্ত্রী লেখেন, “কিন্তু এখন, খুব শিগগির আমার/আমাদের সকলেরই জানতে হবে, কেন তুমি ছেড়ে চলে গেলে। কেন? এখন একটা বড় প্রশ্ন! এই প্রশ্ন আমার শূন্য বুক দিনরাত পোড়াচ্ছে। আমার উত্তর দরকার…।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার শ্বাসকষ্ট, দোয়া চাইল বিএনপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর বুকে সংক্রমণ ও হৃদরোগের সমস্যা রয়েছে। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।