শহরের তামাকপট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
Published: 7th, October 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের তামাকপট্টি এলাকায় বিদ্যুৎস্পর্শে অপু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে কুমুদিনী এলাকার রণদা প্রসাদ বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন শহীদ বাপ্পি সরণির পাশে এ ঘটনা ঘটে। নিহত অপু ওই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং রানু বেগমের একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে অপু বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপু বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বক ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু নিয়ে উদ্বেগ জানালো এনসিপি, আশ্বাস প্রশাসকের
নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু রোগী মহামারী আকারে ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নারায়ণগঞ্জ এনসিপি।
পরিস্থিতি থেকে উত্তরণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকান্ড সম্পর্কে জানতে এবং নিজেদের উদ্বেগের কথা জানাতে নাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছে এনসিপির নেতৃবৃন্দরা।
সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সাথে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।
এসময় এনসিপি নেতৃবৃন্দ শহরের ডেঙ্গু বিস্তার রোধ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সমস্যার কথা প্রশাসকের সামনে তুলে ধরেন। সেই সাথে এসব বিষয় দ্রুত সমাধানের পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে প্রশাসক আশ্বাস দেন দ্রুতই ডেঙ্গু নির্মূলে কার্যক্রম ব্যবস্থা নিতে যাচ্ছেন তারা। চলমান কার্যক্রম দিগুন করার পাশাপাশি সচেতনতামূলক কাজ বৃদ্ধি এবং নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।
একই সাথে এসব কাজে জনগনকে যুক্ত করার কথা জানান। পাশাপাশি শহরের যানজট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান প্রশাসক। যা দ্রুতই বাস্তবায়নের জন্য কাজ শুরু করা হবে।