সুইজারল্যান্ডে মাস্টার্স : ইউনিভার্সিটি অব লুসানে স্কলারশিপের আবেদন শুরু
Published: 8th, October 2025 GMT
সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান (University of Lausanne) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের জন্য এই বৃত্তি হতে পারে এক অসাধারণ সুযোগ।
ইউনিভার্সিটি অব লুসান প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০টি মাস্টার্স স্কলারশিপ প্রদান করে। এই বৃত্তি মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (ইইএ) বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য। যোগ্য প্রার্থীরা সুইজারল্যান্ডে মাস্টার্স অধ্যয়ন করতে পারবেন মাসিক ভাতা ও ফি মওকুফের সুবিধাসহ।
স্কলারশিপের মূল তথ্য
এটি মাস্টার্সের স্কলারশি। প্রোগ্রামটি মূলত মেধাভিত্তিক। প্রার্থীদের একাডেমিক সাফল্য ও যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঁ করে পাবেন, যা পুরো মাস্টার্স প্রোগ্রামের সময়কাল (এক বছর ছয় মাস বা দুই বছর, কোর্সভেদে) পর্যন্ত প্রদান করা হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্স ফি দিতে হবে না। তবে প্রতি সেমিস্টারে মাত্র ৮০ সুইস ফ্রাঁ রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে।
প্রোগ্রাম ও অনুষদসমূহ
লুসান বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, যেমন—
– আন্তবিভাগীয় প্রোগ্রাম
– কলা অনুষদ
– জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান
– ভূবিজ্ঞান ও পরিবেশ
– ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান
– সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান
– আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন
– ব্যবসায় ও অর্থনীতি অনুষদ
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্স ফি দিতে হবে না, তবে প্রতি সেমিস্টারে মাত্র ৮০ সুইস ফ্রাঁ রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র জন য
এছাড়াও পড়ুন:
কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস, আবেদনের সুযোগ তরুণ গণমাধ্যমকর্মীদের
কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৬ সালে এশিয়া ও অন্যান্য অঞ্চলের তরুণ সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে। এ বছর প্রথমবারের মতো চালু হচ্ছে ‘প্যাটসি রবার্টসন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন স্কিলস ইন অ্যাডভান্সিং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ ক্যাটাগরি।
বিশেষ পুরস্কারটি দেওয়া হবে সেই সব তরুণ সাংবাদিক, লেখক, সম্প্রচারক ও যোগাযোগকর্মীকে, যাঁরা সাহস, সৃজনশীলতা ও নিষ্ঠার সঙ্গে মিডিয়া স্বাধীনতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছেন।
নতুন যুক্ত ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সম্পাদক, রিপোর্টার, ফটোসাংবাদিক, ওয়েবকাস্টার, সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট, ভাষ্যকার, সম্প্রচারক, ব্লগার, পডকাস্টার ও স্ট্রিমাররা। পুরস্কার হিসেবে থাকছে এক হাজার পাউন্ড নগদ অর্থ, একটি সনদ ও একটি ট্রফি।
তরুণ গণমাধ্যমকর্মীদের সৃজনশীলদের স্বীকৃতি
কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডের সাধারণ নিয়ম অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। অন্তত ১২ মাস পেশাদার বা স্বেচ্ছাসেবী হিসেবে উন্নয়নমূলক কাজে যুক্ত থাকতে হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) যেকোনো একটি বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখতে হবে।
পুরস্কারটি দেওয়া হবে সেই সব তরুণ সাংবাদিক, লেখক, সম্প্রচারক ও যোগাযোগকর্মীকে, যাঁরা সাহস, সৃজনশীলতা ও নিষ্ঠার সঙ্গে মিডিয়া স্বাধীনতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছেন