সড়কের ওপর থামানো একটি প্রাইভেট কারে মুহুর্মুহু গুলি ছুড়ছিলেন হেলমেট পরা একজন। প্রথমে গুলি ছোড়া হয় গাড়ির বনেট ও চাকায়। এরপর গুলি করা হয়েছে গাড়িতে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি কর্মী মুহাম্মদ আবদুল হাকিমকে (৫২) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে এই দৃশ্য। ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুজনকে দেখা গেলেও গাড়ির আশপাশে আরও কয়েকজন সন্ত্রাসী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

হত্যার ঘটনাটি ঘটেছে হাটহাজারীর মদুনাঘাট বাজারের পানি শোধনাগার কেন্দ্রের মূল ফটকের সামনে। সেখান থেকে প্রায় ২০০ মিটার দূরেই রয়েছে একটি পুলিশ ফাঁড়ি। ৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের প্রাইভেট কারটি পানি শোধনাগারের সামনে দাঁড়ানো। ভিডিওতে অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। গুলি করা ব্যক্তির পাশে হেলমেট পরা আরেকজনকেও দেখা যায় ভিডিওতে। তবে তাঁর গতিবিধি স্পষ্ট নয়।

আব্দুল হাকিম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে আটক প্রতারককে ৫৪ ধারায় আদালতে প্রেরণ, ক্ষোভ   

বন্দরে জাপা দোসর কামাল চেয়ারম্যানের ঘনিষ্ট সহযোগি প্রতারক কাইয়ুম (৩০) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আটককৃত প্রতারক  কাইয়ুম বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার মৃত আমির হোসেন মিয়ার ছেলে।

পুলিশ আটককৃত প্রতারককে ৫৪ ধারায় শনিবার (২২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

এদিকে জাপা দোসর কামাল চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হওয়া সত্বেও  প্রতারক কাইয়ুমের বিরুদ্ধে  মামলা না দিয়ে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণের ঘটনায় র্তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, গত ২০২৩ইং সালে ইউপি নির্বাচনে প্রতারক কাইয়ুম জাপা নেতা কামাল চেয়ারম্যানের পক্ষ নিয়ে  পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালানো অভিযোগ রয়েছে।  

এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারিদের উপর সন্ত্রাসী হামলা চালানোসহ গনমাধ্যমকর্মী পরিচয়ে দীর্ঘ দিন  সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিল। 
 

সম্পর্কিত নিবন্ধ