চাঁদপুরে ব্যাংকের টয়লেটে মিলল মরদেহ
Published: 9th, October 2025 GMT
চাঁদপুরে সোনালী ব্যাংক থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত ব্যাংকটির চতুর্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার হয়।
স্থানীয়দের ধারণা, পরিচ্ছন্নতার কাজ করার কোনো এক সময় অসুস্থ হয়ে মারা গেছেন মঙ্গল।
আরো পড়ুন:
চাঁদপুরে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার
পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মারা যাওয়া মঙ্গল চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, গতকাল নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে ফেরেননি মঙ্গল। এ কারণে খোঁজ নিতে ব্যাংকটিতে যান মঙ্গলের ছেলে। সেখানকার দারোয়ান ছেলেকে জানান, মঙ্গল বাড়ি চলে গেছেন। এরপরও মঙ্গলের ছেলে কয়েকবার খোঁজ নিতে যান। একপর্যায়ে দারোয়ান ব্যাংকের ভেতরে টয়েলেটে গিয়ে মঙ্গলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মঙ্গলকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু বলেন, “সোনালী ব্যাংকের টয়লেট থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, “অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অমরেশ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএসআরএম ও বিএসআরএম স্টিলের পর্ষদ সভা ১৮ অক্টোবর
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) ও বিএসআরএম স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
তথ্য প্রকাশে স্বচ্ছতা পুঁজিবাজারের বড় চ্যালেঞ্জ: বিএসইসি কমিশনার
আরএকে সিরামিকসের একটি উৎপাদন লাইন সাময়িক বন্ধ
আগামী ১৮ অক্টোবর বিকেল ৫টায় বিএসআরএমের পর্ষদ সভা হবে। এ সভায় ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে পরিচালনা পর্ষদ।
গত বছর বিএসআরএম ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪.৪৮ টাকা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৪ থেকে মার্চ, ২০২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪.৩১ টাকা।
আগামী ১৮ অক্টোবর বিকেল ৪টায় বিএসআরএম স্টিলের পর্ষদ সভা হবে। এ সভায় ২০২৫ সালের গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে পরিচালনা পর্ষদ।
গত বছর কোম্পানিটি ৩২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০.১০ টাকা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৪ থেকে মার্চ, ২০২৫) এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯.১২ টাকা।
ঢাকা/এনটি/রফিক