চাঁদপুরে ব্যাংকের টয়লেটে মিলল মরদেহ
Published: 9th, October 2025 GMT
চাঁদপুরে সোনালী ব্যাংক থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত ব্যাংকটির চতুর্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার হয়।
স্থানীয়দের ধারণা, পরিচ্ছন্নতার কাজ করার কোনো এক সময় অসুস্থ হয়ে মারা গেছেন মঙ্গল।
আরো পড়ুন:
চাঁদপুরে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার
পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মারা যাওয়া মঙ্গল চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, গতকাল নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে ফেরেননি মঙ্গল। এ কারণে খোঁজ নিতে ব্যাংকটিতে যান মঙ্গলের ছেলে। সেখানকার দারোয়ান ছেলেকে জানান, মঙ্গল বাড়ি চলে গেছেন। এরপরও মঙ্গলের ছেলে কয়েকবার খোঁজ নিতে যান। একপর্যায়ে দারোয়ান ব্যাংকের ভেতরে টয়েলেটে গিয়ে মঙ্গলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মঙ্গলকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু বলেন, “সোনালী ব্যাংকের টয়লেট থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, “অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অমরেশ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার শ্বাসকষ্ট, দোয়া চাইল বিএনপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর বুকে সংক্রমণ ও হৃদরোগের সমস্যা রয়েছে। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।